তৃণমূলের অস্তিত্ব আর দু-তিন মাস- তৃণমূলের হেভিওয়েট নেতার মন্তব্যে তোলপাড় বাংলায় তৃণমূল নদীয়া-২৪ পরগনা রাজনীতি রাজ্য September 25, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর শেষ হবার নয়। যত দিন যাচ্ছে, ততই এই গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হয়ে দেখা দিচ্ছে রাজ্যের জেলায় জেলায়। এই পরিস্থিতিতে শাসকদলের গুরুত্ব ক্রমশ হারাচ্ছে রাজ্য রাজনীতিতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্বের আরেক নজির দেখা গেল উত্তর 24 পরগনার খড়দায়। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের প্রতিক্রিয়া প্রসঙ্গে দলের টাউন সভাপতি যা মন্তব্য করলেন, তা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। সম্প্রতি খড়দা অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি হয়। তার প্রতিক্রিয়া দিতেই তৃণমূলের টাউন সভাপতি বিতর্ক তৈরি করেছেন বলে জানা গেছে। উত্তর 24 পরগনার খড়দার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলা দাস। দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক সম্পত্তিগত ঝামেলা চলছে বলে জানা গেছে। গত শনিবার তাঁর সঙ্গে তাঁর দেওরের সম্পত্তিগত গন্ডগোল তুঙ্গে ওঠে। আর এই গন্ডগোল এর মধ্যে জড়িয়ে যায় তৃণমূলের একাংশ। অভিযোগ উঠেছে খড়দার পৌর প্রশাসক কাজল সিনহার অনুগামীরা দোলা দাসের দেওরের পক্ষ নেয়। আর তার জেরেই কাউন্সিলর দোলা দাসকে হুমকির মুখোমুখি হতে হয় বলে দাবী দোলা দাসের পরিবারের। এমনকি বুধবার গভীর রাতে দোলা দাসের বাড়িতে দুষ্কৃতীরা বোমাবাজি করেছে বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে দোলা দাস জানিয়েছেন, দেওরের সঙ্গে পারিবারিক গোলমালের কারণে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই দলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে খড়দা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক এদিন সরাসরি অভিযোগের আঙুল তোলেন পৌর প্রশাসক কাজল সিনহা ও তাঁর অনুগামীদের দিকে। ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আর দু-তিন মাসের স্থায়িত্ব তৃণমূল দলের। খুব স্বাভাবিকভাবেই তৃণমূলেরই একজন গণ্যমান্য নেতা এধরনের মন্তব্য করায় জোর গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত পৌর প্রশাসক কাজল সিনহার কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অন্যদিকে পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনো পর্যন্ত বোমাবাজির ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। দলের টাউন সভাপতির এধরনের প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহল পুরোপুরি স্তম্ভিত। বিশেষজ্ঞদেরদের মতে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দিনে দিনে এতটাই বেড়ে চলেছে, যা না বন্ধ করতে পারলে একুশের বিধানসভা নির্বাচনের আগে দলকে খুব স্বাভাবিকভাবেই বিপর্যয়ের মুখে পড়তে হবে। কিন্তু তার সঙ্গেই রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল কংগ্রেসের সভাপতি যেভাবে দল উঠে যাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তা কিন্তু নতুন অস্ত্র তুলে দিলো বিরোধীদের হাতে। আপনার মতামত জানান -