এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের পর এবার বিজেপির ঘরেও বেসুরো আওয়াজ, জল্পনা তুঙ্গে

তৃণমূলের পর এবার বিজেপির ঘরেও বেসুরো আওয়াজ, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে একের পর এক চমকপ্রদ ঘটনা। তবে এবার বিশেষ কোনো ঘটনা না ঘটলেও আগামী দিনে যে কিছু ঘটতেই পারে সে ইঙ্গিত পাওয়া গেল। বিগত বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর ছিল বাংলার রাজনৈতিক পর্বে। সবথেকে জোরদার চমক ছিল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া। আজীবন তৃণমূলে থাকার পর হঠাৎ বেসুরো হয়ে বিজেপিতে তাঁর চলে যাওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। শুভেন্দুর সাথে তাঁর অনুগামী হিসেবে কিন্তু অনেকেই তৃণমূল ছাড়েন। কিন্তু এবার উলটপুরাণ। এবার বিজেপি সাংসদরা হচ্ছেন বেসুরো।

এতদিন পর্যন্ত তৃণমূলের বিভিন্ন নেতা, সাংসদ, বিধায়কদের বেসুরো শোনা যাচ্ছিল। আর এবার গেরুয়া শিবিরেও একই ঘটনা। সম্প্রতি দক্ষিণবঙ্গের অন্যতম বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কিন্তু রীতিমতো দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রকাশ্যে। মতুয়া ভোটব্যাঙ্ক সাথে রাখতে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতারা শান্তনু ঠাকুরের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। কিন্তু ক্রমাগত দলের সাথে শান্তনু ঠাকুরের দূরত্ব বাড়ছে বলে গুঞ্জন রাজনৈতিক মহলে। আর এবার দক্ষিণবঙ্গের পর পালা উত্তরবঙ্গের। বিজেপির উত্তরবঙ্গের সাংসদ জন বার্লার গলায় এবার উল্টো সুর। তবে তিনি দলবিরুদ্ধ কিছু বলেননি প্রকাশ্যে।

কিন্তু সংবাদমাধ্যমের সামনে তিনি এমন একজনকে সমর্থন জানিয়েছেন, যিনি বর্তমানে পাহাড়ে তৃণমূল আসন বাড়ানোর অন্যতম কর্ণধার হয়ে উঠেছেন অর্থাৎ বিমল গুরুং। লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে উত্তরবঙ্গের প্রায় সব আসনই হারিয়েছে তৃণমূল। মাটি শক্ত করে গেরুয়া শিবির। কিন্তু হঠাৎ করেই বিমল গুরুং গত পূজোতে সমতলে দেখা দেন এবং তৃণমূলকে সমর্থন জানান। আর সেই অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে পাহাড় থেকে ডুয়ার্স সহ বেশকিছু আসনের ভাগ্য নির্ধারণ করবেন বিমল গুরুং।

অন্যদিকে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জানিয়েছেন, তিনি বিমল গুরুংয়ের সঙ্গে বন্ধুত্ব মন থেকে করেছিলেন এবং আজীবন সেই বন্ধুত্ব তিনি বজায় রাখবেন। পাশাপাশি জন বার্লা জানিয়েছেন, রাজনীতিতে চড়াই উৎরাই থাকে। তাই সময় আসলেই সব বোঝা যাবে। খুব স্বাভাবিক ভাবেই একুশের নির্বাচনের আগে যেভাবে দলবিরোধী কথা না বলেও পাহাড়ে তৃণমূলকে জেতানোর কর্ণধারকে সমর্থন জানিয়েছেন, তা কিন্তু বাংলার রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিমল গুরুং পাহাড়ে ঢোকার সাথে সাথে নেপালি এবং আদিবাসী ভোট গেরুয়া শিবিরের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন বিমল গুরুং এবং আদিবাসী বিকাশ পরিষদ। আপাতত পাহাড় এবং ডুয়ার্সসহ 18 টি আসন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরর হাতে তুলে দেওয়ার পরিকল্পনায় বিমল গুরুং। খুব স্বাভাবিকভাবেই সেই বিমল গুরুং কে বন্ধু বলায় গেরুয়া শিবিরে জন বার্লাকে নিয়ে যে জল্পনার সৃষ্টি হবে সে কথা বলাই বাহুল্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!