এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের প্রচারে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গীমায় জনপ্রিয় গায়ক এ কি বললেন? তীব্র গুঞ্জন

তৃণমূলের প্রচারে এসে স্বভাবসিদ্ধ ভঙ্গীমায় জনপ্রিয় গায়ক এ কি বললেন? তীব্র গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জীবনমুখী গানের অন্যতম ধারক-বাহক বলে পরিচিত নব্বইয়ের দশকের অন্যতম বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তী। একসময় তাঁকে বাম রাজনীতিতে ওতপ্রোতভাবে দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেন। এবং তৃণমূলের বিভিন্ন সভাতে তাঁকে দেখতে পাওয়া যায়। এবারের বিধানসভা নির্বাচনের ময়দানে নচিকেতা চক্রবর্তীকে পাওয়া যাচ্ছে স্বমেজাজে। তৃণমূলের বিভিন্ন সভায় প্রার্থীদের প্রচারে নন্দীগ্রাম থেকে কামারহাটি সর্বত্রই নচিকেতা চক্রবর্তীকে দেখা গিয়েছে। আর এবার নচিকেতা চক্রবর্তী বুধবার দুর্গাপুরে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে দেখা দিলেন।

এদিন একটি জনসভায় হাজির হয়েছিলেন তিনি এবং সেখান থেকেই তিনি ঘোষণা করেন, তাঁর চোখে দেখা সবচেয়ে বড় কমিউনিস্ট দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবে নচিকেতা চক্রবর্তীর এই বক্তব্য বর্তমান রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তৃণমূলের দুর্নীতি প্রশ্নে নচিকেতা চক্রবর্তী নিজের মেজাজেই উত্তর দেন। নচিকেতা চক্রবর্তীর এই বক্তব্য নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদারের হয়ে আজ প্রচারে এসেছিলেন নিচিকেতা। দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের ফুলঝোড় মোড়ে এক জনসভায় জীবনমুখী গানের খ্যাতিমান শিল্পী নচিকেতা চক্রবর্তী সভামঞ্চে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জনসভার শেষে নচিকেতা মুখোমুখি হন সাংবাদিকদের এবং সেখানেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই নিজের মেজাজে তাঁর উত্তর ‘কানার চেয়ে ঝাপসা ভালো’। নচিকেতা চক্রবর্তী এদিন দাবি করেছেন, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই তিনি তৃণমূলের হয়ে ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিভিন্ন তারকাকে দেখা গিয়েছে তৃণমূলের মঞ্চে।

নচিকেতা চক্রবর্তী থেকে মহিমা চৌধুরী, আমিশা পাটেলের মতন মুম্বাইয়ের তারকাদেরও তৃণমূলের প্রচারের মঞ্চে দেখা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে নচিকেতা চক্রবর্তীর অনুগামী সংখ্যা যথেষ্ট শক্তিশালী। তাই নচিকেতা চক্রবর্তীর রাজনৈতিক চিন্তাধারার স্রোত যে তাঁর অনুগামীদের মধ্যেও একইভাবে বইবে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। সেক্ষেত্রে এখন দেখার তৃণমূলের ভোট বাক্স ভরাতে নচিকেতা চক্রবর্তী কতটা প্রভাব বিস্তার করতে পারেন!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!