এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের রাজ্য কমিটিতে পদ পেতেই বড়সড় আইনি ধাক্কা খেলেন ছত্রধর মাহাতো! জানুন বিস্তারিত

তৃণমূলের রাজ্য কমিটিতে পদ পেতেই বড়সড় আইনি ধাক্কা খেলেন ছত্রধর মাহাতো! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল শিবিরে সম্প্রতি বড়সড় রদবদল হয়েছে সংগঠনের। রাজ্যের সাথে সাথে জেলাতেও সাংগঠনিক স্তরে পরিবর্তন দেখা গেছে। এবং উল্লেখযোগ্যভাবে এবার রাজ্য সংগঠনের অন্যতম মুখ হয়ে উঠে এসেছেন একদা জঙ্গলমহলের একচ্ছত্র অধিপতি ছত্রধর মাহাতো। বিগত সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন যিনি, সেই ছত্রধর মাহাতো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশের বিধানসভা নির্বাচনী লড়াইতে অংশগ্রহণ করলেন।

অন্যদিকে জঙ্গলমহলের পরিচিত মানুষ ছত্রধর। তাই ছাত্রধরকেই সামনে রেখে জঙ্গলমহল পুনরুদ্ধারে নামতে চলেছে তৃণমূল বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, 2019 এর লোকসভা নির্বাচনে জঞগলমহলে মুখ থুবড়ে পড়ে তৃণমূল। কিন্তু উল্লেখযোগ্যভাবে, ছত্রধর যেই মুহূর্তে রাজ্যের শাসকদলের কমিটিতে এলেন, ঠিক তখনই তাঁর বিরুদ্ধে নতুন করে আইনি নোটিশ জারি হল। রাজনৈতিক মহলের অনেকের দাবি, বিধানসভা নির্বাচনের আগে ছত্রধর মাহাতোকে চাপে ফেলার কারণে বা বলা ভালো তৃণমূলকে চাপে রাখার জন্য ছত্রধরকে আইনি নোটিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

সম্প্রতি ছত্রধর মাহাতো দীর্ঘদিনের কারাবাসের পর ছাড়া পেয়েছেন। ছত্রধরের বিরুদ্ধে দুটি মামলা চলছিল এবং দীর্ঘদিন পর হাইকোর্টের নির্দেশে এই দুটি মামলায় জামিন পেয়ে ছত্রধর ছাড়া পেয়েছে। তবে লকডাউনের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। দু’টি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ এনে ছত্রধরের বিরুদ্ধে ইউপিএ ধারায় পুনরায় তদন্ত করতে নেমে পড়েছে এনআইএ। কিন্তু এতদিন পর্যন্ত এনআইএর মুখে কোনো শব্দ ছিলনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেই মুহূর্তে তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাতোর নাম এসেছে, ঠিক সেই মুহূর্ত থেকেই তৎপরতা শুরু করেছে এনআইএ বলে মনে করা হচ্ছে। এবং এর পেছনে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে শাসক দল। ইতিমধ্যে ঝাড়গ্রাম নিম্ন আদালত থেকে মামলার নথিপত্র জোগাড়ের কাজেও নেমে পড়েছে এনআইএ বলে জানা গেছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের রাজ্য কমিটিতে নাম আসার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ছত্রধরকে ডেকে পাঠানো এক প্রকার তৃণমুলকেই চাপে রাখা।

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, ছত্রধরকে যদি আবারও এনআইএর করা মামলায় জেলে যেতে হয়, তাহলে শাসক শিবিরের জঙ্গলমহল পুনরুদ্ধারের আশা মাঠে মারা যাবে বলে মনে করা হচ্ছে। তবে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যেরকম বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, তাতে করে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের চক্রান্তের বিষয়টিও একেবারে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না বলে মত একদল রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!