এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের রদবদলে কি অশান্তির আগুন চরমে উঠছে? নেতাদের পদক্ষেপে ঘুম উড়তে পারে মমতার?

তৃণমূলের রদবদলে কি অশান্তির আগুন চরমে উঠছে? নেতাদের পদক্ষেপে ঘুম উড়তে পারে মমতার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে তৎপর হয়েছে বাংলার রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন প্রতিপক্ষ বিজেপি 2021 এর বিধানসভা নির্বাচনের দিকে তাক করে বসে আছে, ঠিক সেভাবেই রাজ্যের শাসক দল তৃণমূলও 2021 এর বিধানসভা নির্বাচন আবারও জিততে মরিয়া। এই অবস্থায় একুশে জুলাই এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী আগেই ঘোষণা করেছেন, বিধানসভায় আবার ফিরে আসতে চলেছে তৃণমূল।

সেই সূত্রে সম্প্রতি তৃণমূল শিবিরে ব্যাপক সাংগঠনিক রদবদল ঘটে। তবে রদবদলের পরে নতুন করে তৃণমূল শিবিরে শুরু হয়েছে বিতর্ক। এবারের রদবদলে তৃণমূলে বহু হেভিওয়েট নেতার ক্ষমতা খর্ব হয়েছে। তার মধ্যে অন্যতম হলেন হাওড়ার অরূপ রায়। বেশ কিছুদিন আগে থেকেই অরূপ রায়ের সঙ্গে দুর্নীতি নিয়ে দলীয় অন্তর্দ্বন্দ্ব চলছিল বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। আর তারপরে সাংগঠনিক রদবদলের হাত ধরে হাওড়া জেলা সভাপতির পদ হারান অরূপ রায়।

আর এবার প্রকাশ্যে এলো হাওড়া জেলায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। হাওড়া জেলার নতুন সভাপতির পদে এসেছেন লক্ষ্মীরতন শুক্লা এবং কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হাওড়া জেলার নতুন সংগঠনের পর সম্প্রতি কমিটির বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন নতুন সভাপতি লক্ষ্মীরতন শুক্লা, নতুন কো-অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রসূন ব্যানার্জি সহ আরো অনেক নেতৃবৃন্দ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু উল্লেখযোগ্যভাবে এই বৈঠকে ছিলেন না প্রাক্তন হাওড়া জেলা সভাপতি তথা বর্তমান চেয়ারম্যান অরূপ রায় এবং শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী। এই বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে জানালেন, আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নতুন করে সংগঠন তৈরি হয়েছে। দলের সমস্ত সমস্যা এবার বুথ স্তর থেকে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। তার সঙ্গে তিনি এও জানান, এবার থেকে জেলা সভাপতি ও কো-অর্ডিনেটর জেলা কমিটির সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখবেন।

অন্যদিকে এই বৈঠকে লক্ষ্মীরতন শুক্লা কিছুটা সাবধানী বক্তব্য রাখেন। তিনি জানান, ‘কিছু ব্যাক্তিগত কারনের জন্য অরূপ স্যার আসতে পারেননি। তবে তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা থাকল। যা সিদ্ধান্ত নেওয়ার আমরা সকলে একত্রে মিলেই নেব। আমার কেউ অভিন্ন নয় দলের থেকে। তবে আপনাদের বলব আমার নামে জয়ধব্বনি দেবেন না এবং ছবি নিয়ে কোন রাজনীতি করবেন না। আমরা সকলে মিলে একত্রে কাজ করব’। তবে বৈঠকে যে যাই বলুক না কেন, অরূপ রায়ের অনুপস্থিতি চোখে পড়েছে অনেকেরই।

আর তাই নিয়েই তৃণমূল শিবিরে জোর জল্পনা চলছে। তবে কি হাওড়া জেলায় নতুন করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি হলো? যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী এখনো পর্যন্ত কোন মন্তব্য করেননি। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বৈঠকে উপস্থিত না থেকে অরূপ বিশ্বাস প্রকারান্তরে তৃণমূলের ওপর কিছুটা চাপ সৃষ্টি করলেন। তবে সেটি কতটা গুরুত্ব পাবে তা অবশ্য ভবিষ্যৎ বলবে। তবে বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ যে তৃণমূল শিবিরকে বেশ কিছুটা চাপে রাখছে প্রাকারান্তরে তা দলের অনেকেই মানছেন। আপাতত নজর সবার একুশের দিকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!