এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের সামনে বড়সড় বিপদ, তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুরমন্ত্রী

তৃণমূলের সামনে বড়সড় বিপদ, তীব্র প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পুরমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং তাঁর শ্যালিকাকে সিবিআই এর তরফ থেকে নোটিশ পাঠানো নিয়ে। পাশাপাশি আজকেও সকাল থেকে রাজ্য রাজনীতি তোলপাড়। জোরদার জল্পনা শুরু হয়েছিল সকাল থেকেই যে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কন্যাকে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। ঝড়ের গতিতে বিভিন্ন সংবাদমাধ্যমে সকাল থেকে এই খবর ছড়িয়ে যায়। তবে বেলার শেষে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সংবাদমাধ্যমের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন রাজ্যের পুরমন্ত্রী।

পাশাপাশি তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তাঁকে ধরতে না পেরে তাঁর পরিবারকে আক্রমণ করা হচ্ছে। আজ সকাল থেকে প্রায় সমস্ত সংবাদমাধ্যমে প্রকাশ পায় ব্যাংক অ্যাকাউন্টে অসঙ্গতি থাকার জন্য এবং বিদেশে টাকা পাচারের অভিযোগে ফিরহাদ হাকিমের মেয়েকে ইডির তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। যথারীতি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ইডির নোটিশ পাঠানোর খবরটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি বা তাঁর মেয়ে কোনরকম নোটিশ পাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি ফিরহাদ হাকিম গেরুয়া শিবিরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁকে না পেয়ে তাঁর পরিবারকে নিশানা করছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম জানিয়েছেন, 2016 র বিধানসভা নির্বাচনের আগে নারদা কেলেঙ্কারি প্রকাশিত হয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে কোনরকম চার্জশিট দেওয়া হয়নি। পাশাপাশি পুরমন্ত্রী দাবি করেন, তিনি রাজনীতিতে যুক্ত বলেই তাঁর পরিবারকে কালিমালিপ্ত করা হচ্ছে।

পাশাপাশি এদিন ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কোন একটি মিথ্যা প্রচার যাচাই না করে তাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের মিথ্যা প্রচারের বিরুদ্ধে এবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন। সামুনেই এহের বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূলের হেভিওয়েট নেতারা যেভাবে এবার আইনি ফাঁদে পড়েছেন, তা রীতিমত উল্লেখযোগ্য। সব মিলিয়ে রাজনৈতিক মহলে এই মুহূর্তে তীব্র চাঞ্চল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!