এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের সাংগঠনিক স্তরে হতে চলেছে পরিবর্তন, সংগঠন শক্তিশালী করার দায়িত্ব এবার কাদের হাতে যেতে চলেছে?

তৃণমূলের সাংগঠনিক স্তরে হতে চলেছে পরিবর্তন, সংগঠন শক্তিশালী করার দায়িত্ব এবার কাদের হাতে যেতে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর রাজ্য জয়ের পর এবার কেন্দ্র জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে তৃণমূল শিবির। সেই উদ্দেশ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রস্তুতি চলছে। কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি। আর সেই নীতি অনুযায়ী বহু জেলার সংগঠনিক স্তরে পরিবর্তন আসতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। এবং এই পরিবর্তনের অন্যতম মুখ হয়ে উঠতে পারে তৃণমূল যুব শক্তি বলে দাবী রাজনৈতিক মহলের অনেকেরই। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই রাজ্যের জেলাগুলিতে তৃণমূলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে।

বিভিন্ন জেলায় একই ব্যক্তি যেভাবে রাজ্যের মন্ত্রী এবং জেলা সভাপতির পদ ধরে রেখেছিলেন এতদিন কার্যত নতুন নীতি অনুসারে তা আর সম্ভব হবেনা। এবং এক্ষেত্রে বলা যায় উত্তর 24 পরগনার কথা। উত্তর 24 পরগনা রাজনীতির মানচিত্রে একটি বৃহৎ জেলা। এবং এই জেলায় এতদিন পর্যন্ত একচ্ছত্রভাবে সংগঠন সামলেছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু যেহেতু তিনি বনমন্ত্রী, তাই জেলা সভাপতির দায়িত্ব তাঁকে এবার ছাড়তে হবে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে সাংগঠনিক গুরুত্ব বিচার করে উত্তর 24 পরগনাকে খুব সম্ভবত দুটি ভাগে ভাগ করা হবে এবং দুজনকে দায়িত্ব দেওয়া হবে সংগঠন দেখার। কিন্তু উত্তর 24 পরগনার দায়িত্ব কারা পাবেন, তা নিয়ে বর্তমানে শুরু হয়েছে ব্যাপক হিসাব নিকাশ। কার্যত বৃহত্তর এই জেলার প্রতিটি কোণায় সংগঠনের শক্তি বৃদ্ধির দিকে নজর দেওয়া হচ্ছে। সে জায়গায় যুবনেতাদের দায়িত্বে নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, উত্তর 24 পরগনা জেলার শহর অঞ্চলের জেলা তৃণমূল সভাপতি হবার দৌড়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন নৈহাটি অঞ্চলের তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক।

অন্যদিকে উত্তর 24 পরগণার গ্রামীণ এলাকায় জেলা সভাপতি দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন আরেক তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী। কার্যত পুরো বিষয়টি রাজনৈতিক সূত্রের মাধ্যমে সামনে এলেও এখনো পর্যন্ত দলের তরফ থেকে কোনো নির্দিষ্ট ঘোষণা করা হয়নি। আপাতত দেখার, পরিবর্তনের হাত ধরে সংগঠনকে আরো শক্তিশালী করে তুলতে তৃণমূল সুপ্রিমো কাদের হাতে দায়িত্ব দেন? কারা জেলায় জেলায় সংগঠনকে আরো শক্তিশালী করে তোলেন?

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!