এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের সাথে রাজনৈতিক সংঘর্ষ এবার সংযুক্ত মোর্চার আইএসএফের, প্রাণ হারালেন এক, তীব্র উত্তেজনা এলাকায়

তৃণমূলের সাথে রাজনৈতিক সংঘর্ষ এবার সংযুক্ত মোর্চার আইএসএফের, প্রাণ হারালেন এক, তীব্র উত্তেজনা এলাকায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এবার ভোটের আগে রাজ্যে যাতে কোনরকম হিংসা না হয়, তার জন্য নির্বাচন কমিশন প্রথমেই একাধিক পরিবর্তন করেছিলেন রাজ্যের আইন প্রশাসনের ক্ষেত্রে। কিন্তু তাতে যে পরিস্থিতির বিশেষ বদল হয়নি, তা যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে।

এবার রাজনৈতিক সংঘাতের খবর এলো দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে। জানা গিয়েছে, বারুইপুরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চার আইএফসির সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। তৃণমূলের দাবি, মৃত ব্যক্তি তাঁদের দলের সমর্থক। যথারীতি এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানায় মধ্য বেলেগাছিতে বুধবার একটি দলীয় বৈঠকে হাজির হয়েছিলেন বারুইপুরের ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী। অভিযোগ উঠেছে, তিনি যখন বৈঠক করে ফিরছিলেন তখন তৃণমূল কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায় আইএসএফ এর কর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত হন পাঁচজন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় বাইপাস এর কাছে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় আহতদের মধ্যে রাহুল আমিন মিদ্দাকে। আর সেখানেই তাঁর মৃত্যু ঘটে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই হত্যাকাণ্ডে তৃণমূল যেভাবে আইএসএফকে দায়ী করেছে, ঠিক সেভাবেই আইএসএফও পাল্টা অভিযোগ নিয়ে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার শাহজাহান সর্দারের বাড়ি থেকে বৈঠক শেষে ফিরছিলেন বারুইপুরের সিপিএম প্রার্থী স্বপন নস্কর। আর সে সময় তাঁর ওপর হামলা করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এই অতর্কিত হামলায় আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মধ্যে দুজন সিপিএম এবং আইএসএফ এর তিন জন হাসপাতালে ভর্তি।

খুব স্বাভাবিকভাবেই দুই পক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগের ধাক্কায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জন সংযুক্ত মোর্চা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনা সামাল দিতে এলাকাজুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহল। খুব স্বাভাবিকভাবেই ভোটের আগে যেভাবে একের পর এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে, তাতে আতঙ্ক ক্রমশ বাড়ছে। ভোটের প্রথম দফার আগেই এই অবস্থা, 8 দফা ভোট হতে হতে রাজ্যের পরিস্থিতি যে অত্যন্ত আশঙ্কাজনক হয়ে দাঁড়াবে সে কথা এক বাক্যে মেনে নিচ্ছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!