এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিলীপ ঘোষের, জমে উঠেছে তরজা

তৃণমূলের ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিলীপ ঘোষের, জমে উঠেছে তরজা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভার নির্বাচন জেতার পর থেকেই তৃণমূল নজর দিয়েছে সর্বভারতীয় স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার। আর এই সূত্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদের সংগঠন বৃদ্ধির কাজে নেমে পড়ে দলের অন্যান্যরা। শুধু ত্রিপুরাতেই নয়, গোয়াতেও দেখা গিয়েছে তৃণমূলের উত্থান। ইতিমধ্যেই ত্রিপুরায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ত্রিপুরায় আসছে পুরসভা নির্বাচন। আর এবার প্রথম ত্রিপুরায় নির্বাচনী লড়াইয়ে নামছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। কিন্তু বারবার ত্রিপুরাতে সংঘাত দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।

খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করেন, যেহেতু ত্রিপুরা বিজেপিশাসিত সরকার, তাই সেখানে এত সহজে বিজেপি জায়গা ছেড়ে দেবে না। আর এবার ত্রিপুরায় তৃণমূলের পরিস্থিতি নিয়ে কার্যত বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের অভিযোগ, বাংলাতে যেভাবে বিজেপিকে মিটিং মিছিল করতে দেওয়া হয়না, ত্রিপুরাতেও সেই গণতন্ত্রই চলছে। খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে শুরু হয়ে গেছে তীব্র সমালোচনা রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি দিলীপ ঘোষ পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, ত্রিপুরার মতোই গোয়াতেও এবার এই একই ট্রিটমেন্ট না শুরু হয়। পাশাপাশি সায়নী ঘোষের গ্রেপ্তারি প্রসঙ্গে দিলীপ ঘোষ ত্রিপুরা পুলিশকে সর্বতোভাবে সমর্থন করেছেন। দিলীপ ঘোষ আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা থেকে গিয়ে উত্তেজনা ছড়ালে ফল ভালো হবে না। ত্রিপুরা নিয়ে  তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।

তবে সেই বৈঠকে বিভিন্ন আলোচনার মধ্যে ত্রিপুরা যে অন্যতম ইস্যু হবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের। সব মিলিয়ে ত্রিপুরাতে যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, সেই একই উত্তেজনা দেখা গেল দিলীপ ঘোষের বক্তব্যে। কার্যত সমালোচনার ভঙ্গিতে দিলীপ ঘোষ যে তৃণমূলকে দিলেন কড়া হুঁশিয়ারি তা নিশ্চিত একপ্রকার। তবে তৃণমূল তাঁর হুঁশিয়ারি মেনে কতটা কাজ করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!