এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভায় বাজিমাতে বড়সড় পরিকল্পনা পিকের? প্রার্থীপদের জন্য প্রবীণদের ছেঁটে তরুণ মুখেই ভরসা?

বিধানসভায় বাজিমাতে বড়সড় পরিকল্পনা পিকের? প্রার্থীপদের জন্য প্রবীণদের ছেঁটে তরুণ মুখেই ভরসা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ হাতছাড়া হয় রাজ্যের শাসকদলের। সেখানে ঘাঁটি গড়ে গেরুয়া শিবির। আর তাই একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ফিরে পাওয়ার দিকে কড়া নজর দিয়েছে রাজ্যের শাসক দল। যথারীতি উত্তরবঙ্গে শাসকদলের তৎপরতা বেড়েছে ঠিকই, কিন্তু চিন্তা বাড়িয়েছে দলের অন্দরে বেড়ে চলা ক্রমাগত গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূল শিবিরের ফাটল যে আরও চওড়া হচ্ছে সে ব্যাপারে সন্দেহ নেই কারোর। তাই এবার পরিস্থিতি সামলাতে তৃণমূলের ভরসা তরুণ দল।

তবে বিধানসভা ভোটের অনেক আগে থেকেই প্রতিটি কেন্দ্র ধরে ধরে সমীক্ষা চালাচ্ছে তৃণমূল। সেই সূত্রেই তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর এবার নতুন পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, উত্তরবঙ্গের তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধার করতে প্রয়োজন নতুন মুখ তুলে আনা, যারা জনসমর্থন টানতে সক্ষম। একই কথা উঠে এসেছে জেলা স্তরের সমীক্ষাতেও। সূত্রের খবর, জলপাইগুড়িসহ উত্তরবঙ্গের একাধিক জেলায় দলের অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী জানা যাচ্ছে, দলবদলের মাঝে তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেই তরুণ মুখ যাতে আমজনতার ভরসা যোগাতে পারে সেদিকেও নজর রাখা প্রয়োজন। তাই শুধু দলের একনিষ্ঠ কর্মী হলেই শুধু হবেনা, তৃণমূল স্তরে তাঁর নিজস্ব পরিচিতি থাকতে হবে। সেইমতো জেলা নেতৃত্ত্বের পক্ষ থেকে ইতিমধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে প্রস্তাব গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, পিকের পরামর্শ অনুযায়ী উত্তরবঙ্গে গেরুয়া শিবিরকে কোণঠাসা করতে প্রয়োজন ঘাসফুল শিবিরের সম্পূর্ণ বদল। আর সেক্ষেত্রে বদল নিয়ে আসতে পারে শুধুমাত্র যুব প্রজন্ম। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে বেশ খানিকটা পর্যবেক্ষণের প্রয়োজন বলে জানা যাচ্ছে।

তবে মনে করা হচ্ছে, একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে এবার বেশ কয়েকটি নতুন মুখের দেখা মিলবে ঘাসফুল শিবিরের প্রার্থী হিসেবে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের প্রান্তিক সময়ে দাঁড়িয়ে যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আঁচ পাওয়া যাচ্ছে সর্বত্র, তা সামলাতে না পারলে বড় বিপদ অপেক্ষা করে আছে রাজ্যের শাসকদলের জন্য। তবে বর্তমানে তৃণমূল দলবদলের ধাক্কায় বেশ কিছুটা বেসামাল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের রাশ হাতে নিতে তৃণমূলের পক্ষ থেকে এবার প্রার্থী বাছাইতে কোন নতুন চমক আসে কিনা সে দিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!