এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে থাকাকালীনই বাড়ছিল ভয়, বিজেপিতে যোগ দিতেই তীব্র প্রান সংশয়ে ভুগছেন এই হেভিওয়েট নেতা

তৃণমূলে থাকাকালীনই বাড়ছিল ভয়, বিজেপিতে যোগ দিতেই তীব্র প্রান সংশয়ে ভুগছেন এই হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এককালে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে তৃনমূলের বিধায়ক ছিলেন তিনি। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত তিনি বিধায়ক থাকলেও, 2016 সালের নির্বাচনে পরাজিত হতে হয় তাকে। আর সেই নির্বাচনে একাধিক ঘটনায় কার্যত প্রাণ সংশয়ের আশঙ্কা তৈরি হয় সত্যেন্দ্রনাথ রায়ের। তবে বর্তমান সময় কালে আগামী বিধানসভা নির্বাচনে তিনি টিকিট না পেলে দল ছাড়বেন বলে জানিয়ে দিয়েছিলেন।

আর সেই মত করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার দিনেই ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান গঙ্গারামপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তৃণমূল থাকার সময় থেকেই তার প্রাণ সংশয় তৈরি হয়েছিল। আর এবার বিজেপিতে যোগ দেওয়ার পর তা আরও তীব্র হতে শুরু করেছে। যা নিয়ে রীতিমত উত্তাল দক্ষিণ দিনাজপুর জেলা রাজনীতি।

সূত্রের খবর, এদিন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় অভিযোগ করেন যে, বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি প্রাণ সংশয়ে ভুগছেন। এমনকি তৃণমূলে থাকাকালীন তার ওপরে একাধিকবার হামলা হয়েছে। তাই বিজেপিতে যোগ দেওয়ার পর সেই হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে এবার নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার এই বিজেপি নেতা।

জানা গেছে, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে একটি চিঠি লিখে সত্যেন রায়ের নিরাপত্তা দেওয়ার জন্য তদ্বির করেছেন। এদিন এই প্রসঙ্গে সত্যেন্দ্রনাথ রায় বলেন, “তৃণমূলে থাকার সময় একাধিকবার আমার ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে। বিজেপিতে যোগ দেওয়ায় আমাকে প্রাণে মেরে ফেলা, মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপি নেতৃত্বের কাছে নিরাপত্তা চাওয়ায় তারা আশ্বাস দিয়েছেন। নিরাপত্তা নিয়ে জেলায় ফিরব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, বিজেপিতে যোগদান করার পরেই হেস্টিংসের নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হতে না হতেই সাংসদ সুনীল মন্ডলের গাড়িতে হামলা করা হয়েছিল। যে ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল তৃণমূলের দিকে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে, তৃণমূলের যে সমস্ত হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধি বিজেপিতে যোগদান করছেন, তাদের উপরে আক্রমণ করছে শাসকদল। শুধু তাই নয়, যেনতেন প্রকারেন তাদেরকে মিথ্যা মামলা দিয়ে প্রতিহত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ ভারতীয় জনতা পার্টির।

আর এই পরিস্থিতিতে তৃণমূলে থাকার সময় থেকেই যে সত্যেন্দ্রনাথ রায়ের ওপর নানা সময় হামলা হয়েছে, সেই সত্যেনবাবু এখন বিজেপিতে যোগদান করায় তার মনে আশঙ্কা আরও বাড়তে শুরু করেছে। যার কারণে নিরাপত্তা চেয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করছেন গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক।

তাহলে কি সত্যেন্দ্রনাথ রায়কে নিরাপত্তা প্রদান করা হবে! এদিন এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “ওনার উপর আক্রমণ হয়েছে। তাই নিরাপত্তার জন্য তদবির করেছি। এই বিষয়ে এর বেশি কিছু করার নেই।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!