এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের জাতীয় স্বীকৃতি বাতিলের দাবি, মমতাকে চাপে ফেলে ট্যুইট শুভেন্দুর !

তৃণমূলের জাতীয় স্বীকৃতি বাতিলের দাবি, মমতাকে চাপে ফেলে ট্যুইট শুভেন্দুর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বাংলার বাইরে একাধিক রাজ্যে নির্বাচনে লড়াই করলেও শেষ পর্যন্ত তারা মুখ থুবড়ে পড়েছে। ত্রিপুরার মত রাজ্যে কার্যত বেশ কিছু আসনে নোটার থেকেও কম ভোট পেয়েছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি বাতিলের দাবি তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের ফলাফল প্রকাশিত হয়। যেখানে তৃণমূলের শোচনীয় পরাজয়ের বিষয়টি সামনে আসে। আর তারপরেই এই বিষয়ে একটি ট্যুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি লেখেন, “আমি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করছি, সর্বভারতীয় দল হওয়ার জন্য যে মাপকাঠি রয়েছে, তৃণমূল কংগ্রেস তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।” অর্থাৎ এই ট্যুইটের মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে আবেদন করে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!