এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল নেতার নাম বিজেপির প্রার্থী তালিকায়, ‘কথা না বলেই সিদ্ধান্ত’, অভিযোগ হেভিওয়েট নেতার!

তৃণমূল নেতার নাম বিজেপির প্রার্থী তালিকায়, ‘কথা না বলেই সিদ্ধান্ত’, অভিযোগ হেভিওয়েট নেতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পর বিশিষ্ট বুদ্ধিজীবী সাংবাদিক হিসেবে পরিচিত রন্তিদেব সেনগুপ্ত জানতেন না যে, তাকে প্রার্থী করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় কার্যত আলোড়ন তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। যেখানে বিজেপি সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল হিসেবে পরিচিত, সেখানে তাদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হচ্ছে, অথচ প্রার্থী নিজে সেকথা জানলেন না, এ কেমন কথা! তা নিয়ে অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন।

তবে বৃহস্পতিবার 148 টি আসনে প্রার্থী ঘোষণার পর বিজেপির বিড়ম্বনা যেন অনেকটাই বৃদ্ধি পেল। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসের থাকা এক নেতার নাম নিজেদের প্রার্থী তালিকায় রাখতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে। যা নিয়ে কার্যত টালমাটাল রাজ্য রাজনীতি। জানা গেছে, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে তৃণমূলের বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহার নাম।

আর তারপরেই তরুণবাবু কার্যত এই ব্যাপারে বিদ্রোহ পোষণ করেছেন। তাঁর দাবি, তিনি এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই আছেন। তিনি কোনোভাবেই বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন না। তার সঙ্গে কথা না বলেই তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে এই ধরনের ঘটনা কেন ঘটল, এখন তা নিয়ে অনেকের মনেই তৈরি করেছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, তাহলে কি বিজেপি তাদের প্রার্থী খুঁজে পাচ্ছে না! তাই তৃণমূলের নেতা থাকা তরুণবাবুকে জিজ্ঞাস না করেই প্রার্থী তালিকায় নাম রেখে দিচ্ছে! বিজেপির মত সাংগঠনিক, শৃঙ্খলা পরায়ন দলের কাছ থেকে এই ধরনের কাজ কি আদৌ আশা করা যায়! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

পর্যবেক্ষকদের দাবি, ইতিমধ্যেই নানা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে তৈরি হয়েছে আপত্তি। দলের একাংশ অনেক বিধানসভা আসনে ঘোষিত প্রার্থীকে মানতে না পেরে বিদ্রোহ শুরু করে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে তৃণমূল বিদায়ী বিধায়কের স্বামীর নাম কেন বিজেপির পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হল, তার যথেষ্ট বিতর্কের বিষয়। তাহলে কি বিজেপি আগেভাগে খোঁজখবর না নিয়েই তরুণবাবুকে প্রার্থী করে দিল!

যেভাবে প্রার্থী তালিকা ঘোষণার পর তরুণবাবু জানিয়েছেন তিনি এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই আছেন, তাতে বিজেপির পক্ষ থেকে তার নাম ঘোষণা হওয়ার পর ভারতীয় জনতা পার্টির অন্দরমহলের বিচারধারা এবং সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সমালোচক মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!