এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের “খেলা হবে”-র পাল্টা দিল বিজেপি, তৈরি হল নতুন স্লোগান!

তৃণমূলের “খেলা হবে”-র পাল্টা দিল বিজেপি, তৈরি হল নতুন স্লোগান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 সালের বিধানসভা নির্বাচনে “খেলা হবে” স্লোগান কার্যত বাজিমাত করে দিয়েছিল রাজ্য রাজনীতিতে‌। তৃণমূলের পক্ষ থেকে “খেলা হবে” স্লোগান দেওয়া এবং তাকে জনতা জনার্দনের পক্ষ থেকে মেনে নেওয়া বাড়তি উদ্দীপনা তৈরী করেছিল তৃণমূল সমর্থকদের মধ্যে। অবশেষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর সেই “খেলা হবে” স্লোগানকে স্বীকৃতি দিয়ে “রাজ্যে খেলা হবে দিবস” পালন করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ৃ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী প্রচার হোক বা পরবর্তীতে ক্ষমতায় আসার পর সেই “খেলা হবে” নিয়ে পরিকল্পনা, সমস্ত কিছুকেই এবার বাজিমাত করতে পাল্টা ময়দানে নামল ভারতীয় জনতা পার্টি।

বস্তুত, নির্বাচনের সময় থেকেই তৃণমূলের এই “খেলা হবে” স্লোগানকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় “খেলা হবে দিবস” পালন করার কথা বলার পরেই বিজেপির পক্ষ থেকে সেই “খেলা হবে”কে নিয়ে কটাক্ষ ছুঁড়ে দেওয়া হল নতুন স্লোগান। যেখানে একের পর এক টুইটে “খেলা নয়, চাকরি চাই” বলে সরব হতে দেখা গেল বিজেপির হেভিওয়েট নেতা নেত্রীদের। দিলীপ ঘোষ থেকে শুরু করে শ্রীরূপা মিত্র চৌধুরী, সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে সাধারণ মানুষের জীবন নিয়ে যে খেলা বন্ধ করা উচিত, সেই বিষয়ের উপর জোর দিতে শুরু করেছেন।

সূত্রের খবর, এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি লেখেন, “ক্লার্ক এবং আইসিডিএস মেন্সের রেজাল্ট অবিলম্বে প্রকাশ করুক সরকার। রাজ্যের বিভিন্ন দপ্তরে শূন্য পদের তালিকা প্রকাশ করে জানানো হোক, কেন নিয়োগ প্রক্রিয়া বন্ধ! খেলায় মগ্ন সরকারের কাছে রাজ্যের ভবিষ্যৎ গৌন। সরকারের উচিত দুর্নীতি বন্ধ করে নিয়োগ চালু করা যাচ্ছে।” আর এরপরেই দেখা গিয়েছে যে, সেখানে লেখা রয়েছে, “খেলা নয়, চাকরি চাই।” একইভাবে রাজ্যের কথা তুলে ধরে খেলা অনেক হল, এবার চাকরি প্রয়োজন বলে দাবি করতে দেখা গিয়েছে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ ভোটের আগে যেমন তৃণমূলের এই রাজনৈতিক স্লোগানকে নিয়ে আপত্তি তুলেছিল ভারতীয় জনতা পার্টি, ঠিক তেমনই সেই রাজনৈতিক স্লোগানকে পরবর্তীতে ক্ষমতায় আসার পর স্বীকৃতি দেওয়া নিয়েও এবার আপত্তি তুলতে দেখা গেল গেরুয়া শিবিরকে। রীতিমতো টুইট করে মানুষের জীবনের সঙ্গে খেলাকে যে যুক্ত করা উচিত নয়, সেই বিষয়টি তুলে ধরে তৃণমূল সরকারকে চাপের মুখে ফেলার চেষ্টা করল ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রতিটি জনসভাতেই “খেলা হবে” স্লোগান দিয়ে ডিজে বক্স বাজিয়ে প্রচার প্রক্রিয়া অন্য মাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল। মানুষের মুখে মুখে এই শ্লোগান ভাইরাল হয়ে গিয়েছিল। অবশেষে ভোটের ফলাফল প্রকাশের দিন বাংলার মানুষ সুন্দর খেলা খেলেছেন বলে দাবি করতে দেখা গিয়েছিল তৃণমূলের নেতা নেত্রীদের। তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে ঘাসফুল শিবির।

অন্যদিকে বিজেপি বিরোধী দলের জায়গা দখল করেছে। আর এই পরিস্থিতিতে সেই “খেলা হবে” স্লোগানকে স্বীকৃতি দিয়ে রাজ্যে “খেলা হবে দিবস” পালন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই ভোটের প্রচারে তাদের ব্যবহৃত স্লোগান প্রশাসনিকভাবে স্বীকৃতি পাওয়ার কারণে যথেষ্ট উজ্জীবিত তৃণমূলের নেতা কর্মীরা। আর এই পরিস্থিতিতে তৃণমূলের সেই “খেলা হবে” নিয়ে রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়ে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ থেকে শুরু করে শ্রীরূপা মিত্র চৌধুরীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!