এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল বিধায়কের অনুষ্ঠান মঞ্চ পোড়ানোর নেপথ্যে তৃণমূল? বিস্ফোরক অভিযোগে চাপে শাসকদল!

তৃণমূল বিধায়কের অনুষ্ঠান মঞ্চ পোড়ানোর নেপথ্যে তৃণমূল? বিস্ফোরক অভিযোগে চাপে শাসকদল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রবিবার শিশুদের মধ্যে খাদ্য বন্টন করার উদ্যোগ নিয়েছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। কিন্তু শনিবার রাতেই তার অনুষ্ঠানের মঞ্চ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যার জেরে সকাল থেকেই অনুষ্ঠান করতে না পারার জন্য রীতিমতো হতাশ হয়ে পড়েন তৃনমূলের কর্মী-সমর্থকরা। এর পেছনে চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করতে শুরু করেন একাংশ। যদিও বা পুলিশি তদন্তের ওপর আস্থা রাখেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। কিন্তু এবার গোটা ঘটনার নেপথ্যে শাসক দল রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গেল তৃণমূলেরই অন্যতম নেতা শিশির ভট্টাচার্যকে। যেখানে অন্তর্কোন্দলের কথা তুলে ধরে দলীয় নেতৃত্বকে গোটা বিষয়টি দেখার আবেদন করেছেন তিনি।

স্বাভাবিক ভাবেই তৃণমূল বিধায়কের অনুষ্ঠান মঞ্চ পুড়িয়ে দেওয়ার পেছনে কি তৃণমূলের একাংশ জড়িত, শিশিরবাবুর বক্তব্যের পর এই প্রশ্ন ক্রমশ জোরালো হয়ে উঠতে শুরু করেছে। পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে পাল্টা এই ব্যাপারে শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে কার্যত বিস্ফোরক অভিযোগ করেন সোনারপুরের তৃণমূল নেতা শিশির ভট্টাচার্য। তিনি বলেন, “দলের কিছু মানুষ তৃণমূলের বদনাম করতে এই সমস্ত কাজ করছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি, এইসব অসাধুদের বিরুদ্ধে নিশ্চয়ই দল ব্যবস্থা গ্রহণ করবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, গোটা ঘটনায় এতদিন প্ররোচনা এবং চক্রান্তের কথা তুলে ধরতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা তুলে ধরে দলের একাংশ এই কাজে জড়িত বলে সরব হলেন হেভিওয়েট তৃণমূল নেতা, তাতে শাসকদলের চাপ ক্রমশ বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় তৃণমূল নেতার মন্তব্যকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুনীপ দাস বলেন, “দীর্ঘদিন ধরেই এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে আসছিল। এবার তার জ্বলন্ত প্রমাণ। বিধায়কের মঞ্চ পুড়িয়ে দিয়েছেন তৃণমূল কর্মীরাই।” বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই সারা রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে। যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে শাসক শিবিরকে।

তবে তার মাঝেই সোনারপুরে তৃণমূল বিধায়কের করা অনুষ্ঠান মঞ্চ পুড়িয়ে দেওয়ার ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর পেছনে কে রয়েছে, তা নিয়ে শুরু হয় তদন্ত। আর তার মাঝেই যেভাবে তৃণমূলের একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে সরব হলেন হেভিওয়েট তৃণমূল নেতা, তাতে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের অস্বস্তি আরও তীব্র হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!