এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল বিধায়কের বাড়ি ভাঙচুর, “আগামী দিনে বেরোতে পারবে না” পাল্টা সুকান্ত!

তৃণমূল বিধায়কের বাড়ি ভাঙচুর, “আগামী দিনে বেরোতে পারবে না” পাল্টা সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের কিছু কর্মী তৃণমূল বিধায়কের ইদ্রিস আলীর বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে তৃণমূলকে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে আগামী দিনে পুলিশ না থাকলে তৃণমূলের কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর তাকে জুতো ছুঁড়ে মারা হয়েছে। এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতিই এটা হয়ে গিয়েছে। আগামী দিনে এইরকম পরিস্থিতি আরও দেখতে হবে। অনেকের বাড়িতেই সাধারণ মানুষ গিয়ে অর্থ নেওয়ার জন্য ভাঙচুর চালাচ্ছেন। আর যাদের বাড়িতে পারছেন না, তাদের সঙ্গে পুলিশ রয়েছে। পুলিশ না থাকলে আগামী দিনের তৃনমূলের কেউ বাড়ি থেকে বের হতে পারবে না।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত তৃণমূলের চাপ বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!