এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল-বিজেপি সংঘর্ষে রোড শো করতেই পারলেন না তৃণমূলের তারকা সাংসদ, চাঞ্চল্য এলাকায়!

তৃণমূল-বিজেপি সংঘর্ষে রোড শো করতেই পারলেন না তৃণমূলের তারকা সাংসদ, চাঞ্চল্য এলাকায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মরসুমে প্রতিটি রাজনৈতিক দল হেভিওয়েট তারকাদের ময়দানে নামাতে শুরু করেছে। তবে তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করতে গিয়ে প্রচার করতেই পারলেন না যাদবপুরের তৃণমূল সাংসদ কথা বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার ভগবানপুর 2 ব্লকের তৃণমূল প্রার্থী অর্ধেন্দু মাইতির সমর্থনে প্রচার করার কথা ছিল তার।

সেই মত তিনি সঠিক সময়ে এলাকায় পৌঁছে গিয়েছিলেন। তবে সেই রোড শো শুরু হওয়ার আগেই বিজেপি প্রার্থীর গাড়ি ঢুকে পড়ে। আর এরপরই তৃণমূলের পক্ষ থেকে শুরু হয় বিক্ষোভ। স্বাভাবিক ভাবেই দুই পক্ষের বচসা ভয়াবহ আকার ধারণ করে। আর এর পরেই এলাকা থেকে ফিরে যেতে হয় তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে।

বলা বাহুল্য, দুই পক্ষের বিক্ষোভ মারাত্মক আকার ধারণ করেছিল। যার পরে তৃণমূলের বাধা পেয়ে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ মাইতি রাস্তায় বসে পড়েন বলে জানা যাচ্ছে। আর এরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিক ভাবেই এই ঘটনাতে অস্বস্তিতে পড়ে কার্যত এলাকা ছাড়তে হয় তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে কাঁথি বিজেপির সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “চূড়ান্ত বর্বর একটি দল। রবীন্দ্রনাথ মাইতির উপর নির্যাতন হয়েছে। আমরা ধিক্কার জানিয়ে হুঁশিয়ারি দিচ্ছি, আগামী দিনে জাদুঘরে এই দলের নাম পাওয়া যাবে। বাস্তবে আর থাকবে না। কাটমানি খোর, নির্লজ্জ সন্ত্রাসী একটা দলকে মানুষ আর আনবেন না। আর তাই জনগণকে আমরা আহ্বান করছি, আপনারাই বিচার করুন।”

তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যে যাই বলুন না কেন, যেভাবে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে দুই পক্ষের বিক্ষোভের জেরে ফিরে যেতে হল হেভিওয়েট তৃণমূল সাংসদ বিশিষ্ট অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, তাতে তৃণমূল এখানে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!