এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূল এবং বাম কংগ্রেস জোট নিয়ে বড় মন্তব্য বিজেপি নেতার, শোরগোল রাজ্যে!

তৃণমূল এবং বাম কংগ্রেস জোট নিয়ে বড় মন্তব্য বিজেপি নেতার, শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রবিবার বাম, কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকীর দলের পক্ষ থেকে সংযুক্ত মোর্চার ব্রিগেড সবার কাছে লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে বাম এবং কংগ্রেস নেতারা যতটা নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করেছিলেন, তার থেকে অনেক বেশি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে জনতাকে উজ্জীবিত করতে দেখা যায় আব্বাস সিদ্দিকীকে। আগামী নির্বাচনে রক্ত দিয়ে হলেও তারা মাতৃভূমিকে স্বাধীন করবেন বলে জানিয়ে দেন তিনি।

স্বভাবতই একদিকে মঞ্চ থেকে বিজেপিকে এবং অন্যদিকে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন এই সংযুক্ত মোর্চার নেতারা। যার ফলে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করে। অর্থাৎ তৃণমূল এবং বিজেপিকে আটকে রাজ্য রাজনীতির প্রাদপ্রদীপে আসাই যে তাদের প্রধান লক্ষ্য, তা বলাই যায়। তবে এই পরিস্থিতিতে এবার সংযুক্ত মোর্চার এই ব্রিগেড নিয়ে তাদের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। যেখানে এই সংযুক্ত মোর্চার জোট এবং তৃণমূলকে একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে বোঝানোর চেষ্টা করলেন তিনি।

এদিন এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, “সুব্রত মুখোপাধ্যায় বারবার করে বলেছেন, তারা চান সিপিএমের ভোট বাড়ুক। তাহলে সেটাই একমাত্র তাদের বাঁচার রাস্তা। তৃণমূলের বাঁচার রাস্তা। তাহলে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে, কে কাকে সহায়তা করছে! কে কার জন্য বেঁচে আছে! কে কার পরিপূরক, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই জোট এবং তৃণমূল তারা একই বৃন্তে দুটি ফুল, এটা তো পরিষ্কার।” অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যখন বাম কংগ্রেস এবং বিজেপিকে একজোট বলে কটাক্ষ করা হচ্ছে, তখন পাল্টা এদিন সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশের পর তৃণমূল এবং সেই জোটকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে নিজের মন্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে, বিজেপিকে আটকাতে সবাই একজোট হয়েছে।পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই এইরকম ঘটনার সাক্ষী থাকবে বাংলা। দিনকে দিন রাজ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষ, মিটিং মিছিলকে কেন্দ্র করে দুই দলের আক্রমণ, প্রতি আক্রমণে উত্তপ্ত হতে দেখা যাচ্ছে রাজ্যকে। আর এই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশের পরই বড়সড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির প্রধান লড়াই হলেও গতকাল ব্রিগেড সমাবেশের পর সেই লড়াই ত্রিশঙ্কু হয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সংযুক্ত মোর্চার জোট এবং তৃণমূলকে একই মুদ্রার এপিঠ ওপিঠ বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা জয়প্রকাশ মজুমদার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!