এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলকে ভোট না দিলে বেইমানি হবে! কেন এমন বললেন হেভিওয়েট নেত্রী?

তৃণমূলকে ভোট না দিলে বেইমানি হবে! কেন এমন বললেন হেভিওয়েট নেত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই দলের সঙ্গে তার দূরত্ব বৃদ্ধি হয়েছে বলে জল্পনা তৈরি হতে শুরু করেছিল। তবে তারপরই সমস্ত সমস্যা মিটে গিয়েছে বলে খবর আসতে শুরু করে। কিছুদিন আগেই তিনি রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর এবার পুরুলিয়ার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বক্তব্য রাখতে উঠে রীতিমত বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে সকলে যাতে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তার জন্য আবেদন করলেন সাংসদ শতাব্দী রায়।

শুধু তাই নয়, নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তৃণমূলকে যদি এবার ভোট দেওয়া হয়, তাহলে বেইমানি করা হবে। আর তার এই বক্তব্যকে কেন্দ্র করে এবার চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একাংশ বলছেন, মানুষ কাকে ভোট দেবেন, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে মানুষ দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে নিজস্ব অভিজ্ঞতা স্থির করেন, তাকে তাদের প্রয়োজন। এক্ষেত্রে একজন জনপ্রতিনিধির মুখ থেকে এই ধরনের কথা আদৌ সাজে কি না, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন পুরুলিয়ার হুটমোড়ায় বক্তব্য রাখতে উঠে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, “পুরুলিয়ার প্রত্যন্ত এলাকাগুলোতে জল, বিদ্যুতের মত পরিষেবা রাজ্য সরকার পৌঁছে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিচ্ছেন। ভোট না দিলে বেইমানি করা হবে।” স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এই বক্তব্যকে নিয়ে অনেকেই এখন প্রশ্ন করতে শুরু করেছেন। অনেকেই বলতে শুরু করেছেন, একটি সরকারের দায়িত্ব সাধারণ মানুষকে খুশি রাখা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে সরকার সরকারের কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য মানুষ তাদের দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে কাকে ভোট দেবেন, সেটাও যদি জনপ্রতিনিধিরা বলপূর্বক ঠিক করে দেয় এবং তার ভিত্তিতে ভোট না দিলে মানুষকে বেইমান বলে আখ্যা দেয়, তা সত্যিই দুর্ভাগ্যজনক বলে দাবি করছেন একাংশ। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় তৃণমূলের ফলাফল অত্যন্ত শোচনীয় হয়েছিল। আর তারপর থেকেই এখানে ঘুরে দাঁড়াতে উদগ্রীব হয়েছে তৃণমূল কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার মধ্যে দিয়ে শাসক দল বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে। আর সেই কারণেই এদিনের সভায় উপস্থিত হয়ে উন্নয়নের কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন না করলে বেইমানি করা হবে বলে মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তবে বিরোধীদের দাবি, এইভাবে মানুষকে সম্বোধিত করা যায় না। কে কাকে সমর্থন করবেন, সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।

সেক্ষেত্রে উন্নয়ন করেছেন বলেই তাদেরকে ভোট দিতে হবে, এমন দাবি জনপ্রতিনিধিরা করলেও, সিদ্ধান্ত নেবেন সাধারণ মানুষ। তাই সেই সিদ্ধান্তের ওপর যদি জনপ্রতিনিধিরা মানুষকে বেইমান বলে আখ্যা দেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন বলে দাবি বিরোধীদের। সব মিলিয়ে মানুষের মন জয় করতে গিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ল রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!