এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, দেহ নিয়ে রাস্তা অবরোধ! কাঠগড়ায় বিজেপি!

তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, দেহ নিয়ে রাস্তা অবরোধ! কাঠগড়ায় বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের মরসুমে শাসক-বিরোধী সংঘর্ষ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে নির্বাচনের মধ্যে শান্তিপূর্ণভাবে গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, বিভিন্ন জায়গায় অশান্তি মারাত্মক আকার ধারণ করতে শুরু করেছে। এবার কেশপুরে এক তৃণমূল কংগ্রেস নেতাকে খুন করার অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। যেখানে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। এবার সেই মৃত তৃণমূল কর্মীদের নিয়ে রাস্তা অবরোধ করে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করল তৃণমূলের নেতাকর্মীরা। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেশপুরে।

সূত্রের খবর, বুধবার রাতে কেশপুর নেড়াদৌল বাজার এলাকার পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এরপর সেই মৃত তৃণমূল কর্মীকে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। মৃত তৃণমূল কর্মীর ভাইয়ের দাবি, বিজেপি নেতা অজয় প্রধানের নির্দেশে তার দাদাকে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা উচিত। যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। স্বাভাবিক ভাবেই শাসক বনাম বিরোধীদলের চাপানউতোর এখন ব্যাপক গুঞ্জনের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকেরা বলছেন, এক সময়ে কেশপুরে ব্যাপক সন্ত্রাস চলত। বিগত বাম সরকারের আমলে এখানে মাঝেমধ্যেই রাজনৈতিক খুনের মত ঘটনা ঘটেছে। যা নিয়ে তৎকালীন শাসকদল সিপিএমের সঙ্গে অশান্তি তৈরি হতে দেখা যেত বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে প্রধান লড়াই হতে চলেছে ভারতীয় জনতা পার্টির। সেদিক থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপির মধ্যে গন্ডগোল প্রকাশ্যে আসে। আর এবার কেশপুরে তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল ঘাসফুল শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!