এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল কুয়োর ব্যাঙ” বিস্ফোরক সুকান্ত! জাতীয় স্তরে আরও কোনঠাসা মমতা!

“তৃণমূল কুয়োর ব্যাঙ” বিস্ফোরক সুকান্ত! জাতীয় স্তরে আরও কোনঠাসা মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  পশ্চিমবঙ্গের বাইরে এখন একের পর এক রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেদের সংগঠন শক্তিশালী করতে মরিয়া হয়ে উঠেছে। ত্রিপুরা থেকে শুরু করে গোয়ায় নিজেদের শক্তি প্রদর্শন করছে ঘাসফুল শিবির। অনেক ক্ষেত্রেই বিরোধী মহাজোটের কথা বললেও, কাউকে সাথে না নিয়েই একা লড়াই উদ্যোগ নিতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই গোয়ায় তৃণমূলের 1 শতাংশ ভোট শেয়ার নেই বলে কটাক্ষ করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে কুয়োর ব্যাঙ বলে অভিহিত করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হয়‌। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “তৃণমূল গোয়ায় ততটা শক্তিশালী নয়, তারা এক শতাংশ ভোট পাবে না। এটা বাস্তবিক কথা। গোয়া হোক বা ত্রিপুরা, তৃণমূল কংগ্রেস খায় না মাথায় দেয়, তাই জানে না। আসলে তৃণমূল জানে, তাদের কোনো অস্তিত্ব নেই। জাতীয় স্তরে সর্বজন গ্রাহ্য নন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সাথে কেউ বেশি দিন থাকতে পারবে না, একমাত্র ভাইপো ছাড়া।”

 

বিশেষজ্ঞরা বলছেন, সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূলের প্রেক্ষাপট এবং গ্রহনযোগ্যতা নিয়ে ইতিমধ্যেই অনেক দল প্রশ্ন তুলছে। সেক্ষেত্রে কেজরিওয়ালের মন্তব্য নতুন করে অক্সিজেন পাইয়ে দিয়েছে গেরুয়া শিবিরকে। আর এই পরিস্থিতিতে সেই বিষয়টি তুলে ধরেই তৃনমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!