এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল দল চার ভাগে বিভক্ত”-বিস্ফোরক বিজেপির এই নেতা ! সঙ্গে কটাক্ষ দলত্যাগী বিধায়ককে!

“তৃণমূল দল চার ভাগে বিভক্ত”-বিস্ফোরক বিজেপির এই নেতা ! সঙ্গে কটাক্ষ দলত্যাগী বিধায়ককে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সবে মাত্র কয়েকটা দিন হয়েছে এখনও মাসের গণ্ডী পার হয়নি তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া বিষ্ণুপুরের এই বিধায়ক তন্ময় ঘোষের ।   তিনি টিএমসি তে যোগ দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরেই ।  আর গত বৃহস্পতিবার বিষ্ণুপুরের এই দলত্যাগী বিধায়ক এর বিরুদ্ধে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ।  টিএমসি তে যোগ দেওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষকে  উদ্দেশ্য করে  তিনি বললেন “নাক  ঘষতে ঘষতে  ফিরে আসতে হবে তন্মকে”  সেই সঙ্গে তিনি আরো বলেছেন শুধু তাই নয় খুব শীঘ্রই নাকি তৃণমূল নামের দলটা উঠে যাবে যদিও।

এই প্রসঙ্গে সাংসদ নিজের বক্তব্যকে খাড়া করেছেন তিনি জানান “কোনো আঞ্চলিক রাজনৈতিক দলই পনেরো-কুড়ি বছরের বেশি টিকতে পারেনি ইতিহাস তার সাক্ষী সেই পরিপ্রেক্ষিতে আর মাত্র কয়েকটা বছর তারপরেই পশ্চিমবাংলা থেকে তৃণমূলের অস্তিত্ব মুছে যাবে ক্ষমতা হারাবে তৃণমূলের সরকার রাজ্য সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি ” ।

এছাড়া তিনি  বিধায়ক তন্ময় ঘোষকে নিয়ে বিধানসভার প্রার্থী দেওয়ার জন্য  আরও জানান “এবারের বিধানসভায় বিষ্ণুপুরের থেকে তন্ময় ঘোষ কে টিকিট দেওয়া নিয়ে দলের আপত্তি ছিল একাংশের তবে সেই সমস্ত আপত্তি উপেক্ষা করেই তাকে টিকিট দেওয়া হয়েছিল এটা ছিল তার বড় ভুল” ।  সৌমিত্র আরো বলেন যে কয়লা থেকে হীরে  খুঁজতে গিয়েই তন্ময় কে প্রার্থী দেয়া হয়েছিল, উনি কয়লা করে ছাড়বেন এবং জানান যে বিষ্ণপুরে তৃণমূল চার ভাগে বিভক্ত আর এটাকেই কাজে  লাগাতে হবে আর এটাকে কাজে লাগিয়ে পৌরসভা , পঞ্চায়েত এবং পঞ্চায়েতসভা দখল করবো ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!