এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > তৃণমূল নেতাদের সঙ্গে একমঞ্চে কংগ্রেসের জনপ্রতিনিধিরা! জল্পনা রাজ্য জুড়ে!

তৃণমূল নেতাদের সঙ্গে একমঞ্চে কংগ্রেসের জনপ্রতিনিধিরা! জল্পনা রাজ্য জুড়ে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 সালের বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই তৃণমূলে ভাঙনের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর বিভিন্ন জেলায় তার ঘনিষ্ঠ নেতারা তৃণমূলে গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে দাবি একাংশের। আর এবার শনিবার সকালে কংগ্রেসের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল নেতাদের। যা নিয়ে জল্পনা ক্রমাগত বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, মালদহের কোতোয়ালি গ্রামের গার্ডওয়াল নির্মাণ কর্মসূচিতে এবার কংগ্রেসের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গেল তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। একসময় তিনি কংগ্রেসে থাকলেও, এখন তিনি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা। ফলে কংগ্রেসের নেতাদের সঙ্গে এক মঞ্চে তার উপস্থিতিকে কেন্দ্র করে এবার নানা মহলে গুঞ্জন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে।

জানা গেছে, এদিন ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের 21 লক্ষ টাকা ব্যয় গার্ডওয়ালের কাজের সূচনা করেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় পুরাতন মালদহের কংগ্রেস সাংসদ ভূপেন্দ্রনাথ হালদারকে। আর সেখানেই আসন অলংকৃত করে বসে থাকতে দেখা যায় ইংরেজবাজার শহরের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে।

স্বাভাবিকভাবেই বিরোধীদের সাথে এক মঞ্চে বসা নিয়ে যখন তৃণমূল নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ গুঞ্জনের মুখে, তখন নরেন্দ্রনাথবাবুর কংগ্রেস নেতাদের সঙ্গে এক মঞ্চে উপস্থিতি শাসকদলের অস্বস্তিকে অনেকটাই বাড়িয়ে দিল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি নিজের প্রাক্তন দল কংগ্রেসে আবার ফিরে যেতে চলেছেন নরেন্দ্রনাথ তিওয়ারি! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, মালদহ জেলায় এমনিতেই তৃণমূলের অন্দরে কিছুদিনের মধ্যে ভাঙ্গন ধরবে বলে দাবি করা হচ্ছে। কেননা শুভেন্দু অধিকারী এই মালদহ জেলা তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন। ফলে তিনি জেলা সফরে আসলে তার হাত ধরেই তৃণমূল কংগ্রেস নেতারা গেরুয়া শিবিরে নাম লেখাতে শুরু করবেন বলে দাবি করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে ইংরেজবাজার শহরে তৃনমূলের সভাপতিকে কংগ্রেস নেতাদের সঙ্গে এক মঞ্চে উপস্থিত দেখাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তাহলে কি নরেন্দ্রনাথবাবু কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন? এদিন এই প্রসঙ্গে কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার বলেন, “বিজেপি এবং তৃণমূল দল ভাঙ্গানোর রাজনীতিতে বিশ্বাস করে। কংগ্রেস থেকে অনেক নেতা-নেত্রীকে ভাঙিয়ে নিয়ে গিয়েছে তৃণমূলে। তৃণমূলের নেতা নেত্রীরা সম্মান পাচ্ছেন না। এমন অবস্থায় অনেকেই কংগ্রেসের ফিরে আসতে চাইছেন।” কিন্তু যাকে নিয়ে এত জল্পনা, সেই নরেন্দ্রনাথ তিওয়ারি কি বলছেন?

এদিন তিনি বলেন, “এখানে অন্য কোনো বিষয় নেই। গার্ডওয়ালের দাবি দীর্ঘদিনের। আমার ওয়ার্ড সংলগ্ন কাজের সূচনায় হাজির ছিলাম।” অর্থাৎ তাকে নিয়ে নানা জল্পনা হলেও, তিনি সেই জল্পনায় যে বিন্দুমাত্র কান দিতে নারাজ, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় মালদহ জেলায় শহর তৃণমূল সভাপতির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!