এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতার বাড়িতে বোমা বাধার অভিযোগ, গুরুতর জখম এক ব্যক্তি! উত্তপ্ত অনুব্রত গড়!

তৃণমূল নেতার বাড়িতে বোমা বাধার অভিযোগ, গুরুতর জখম এক ব্যক্তি! উত্তপ্ত অনুব্রত গড়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বোমা বাঁধতে গিয়ে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বীরভূম জেলা। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাতে বীরভূমের এক তৃণমূল নেতার বাড়িতে বোমা বাধা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। আর সেই সময় সেই বোমার বিস্ফোরণ ঘটে। আর এরপরই গুরুতর জখম হন এক তৃণমূল কর্মী। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভোটের আগে এলাকাকে অশান্ত করতে তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বীরভূমের মল্লারপুর এলাকার বানাশপুর গ্রামে গতকাল রাতে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আনাই শেখের বাড়িতে বোমা বাধা হচ্ছিল। আর সেই সময় বিস্ফোরণ ঘটে। তাতেই গুরুতর জখম হন তৃণমূল কর্মী জামাল শেখ। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেন তৃণমূল নেতার বাড়িতে এইভাবে বোমা বাধা হচ্ছিল? তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন একাংশ। ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির ময়ূরেশ্বর মন্ডলের সভাপতির সুশান্ত দে বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মত সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভোট বানচালের চেষ্টা করছে তৃণমূল। বিস্ফোরণস্থলে দুই জনের মৃত্যু হয়েছে। কিন্তু সেই দেহ লোপাট করে দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি এবং ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ রায়।” যদিও এই ঘটনাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি বলেন, “বিষয়টা আমি শুনেছি তারা বোমা বাধছিল, নাকি তাদের ওপর বোমা মারা হয়েছে, বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি। তদন্তের পরই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।”

তবে যে যাই বলুক না কেন, পরিস্থিতি যে ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে এবং ভোটের আগে এই ধরনের ঘটনা যে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করল জেলা জুড়ে, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা চরম আকার ধারণ করেছে। সব মিলিয়ে ভোটের আগে অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধার ঘটনা সামনে আসায় রীতিমত অস্বস্তিতে পড়ে গেল শাসকদল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!