এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল নেতার মৃত্যুর পিছনে বালি পাচারের যোগ? বিস্ফোরক তথ্য পেল সিআইডি!

তৃণমূল নেতার মৃত্যুর পিছনে বালি পাচারের যোগ? বিস্ফোরক তথ্য পেল সিআইডি!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মঙ্গলকোটের হেভিওয়েট তৃণমূল নেতা অসীম দাসের। যে ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনায় আইন-শৃঙ্খলা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে একাংশ দাবি করছেন, এর পেছনে শাসকদলের গোষ্ঠী কোন্দল জড়িত। তবে এই সমস্ত কিছু অভিযোগ, পাল্টা অভিযোগের মাঝেই এবার মৃত তৃণমূল নেতার মৃত্যুর কারণ উন্মোচন করতে গিয়ে সিআইডির হাতে উঠে এল বিস্ফোরক তথ্য। যেখানে বালি পাচার কাণ্ডে সরাসরি তৃণমূল নেতার যোগ ছিল বলে দাবি করছে তদন্তকারীদের একাংশ। স্বাভাবিকভাবেই মৃত তৃণমূল নেতাকে ঘিরে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মঙ্গলকোটে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল নেতা অসীম দাসের। আর তারপর থেকেই তার মৃত্যু নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে খুন হতে হল অসীমবাবুকে। যদিও বা পরবর্তীতে তৃণমূলের পক্ষ থেকে এই গোটা ঘটনায় অভিযোগের আঙুল তোলা হয় ভারতীয় জনতা পার্টির দিকে। আর এই মৃত তৃণমূল নেতার মৃত্যু নিয়ে তদন্ত করতে উদ্যত হয় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। আর তদন্ত করতে গিয়ে সেই সিআইডির হাতে বালি পাচার কাণ্ডের সঙ্গে এই মৃত তৃণমূল নেতার সরাসরি যোগের ব্যাপারে বিস্ফোরক তথ্য উঠে এলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, এমনিতেই বিরোধীদের পক্ষ থেকে বারবার কয়লা এবং বালি পাচার নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। এক্ষেত্রে ভোটের সময় এই অভিযোগ তুলে ধরে বারবার শাসক দলকে আক্রমণ করেছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার মঙ্গলকোটে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়া তৃণমূল নেতার সঙ্গে সেই বালি পাচার কাণ্ডের যোগ উঠে এল। সেদিক থেকে সিআইডি এই ব্যাপারে তদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ হিসেবে কোন তথ্য সর্বাগ্রে উঠে আসে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। তবে রাজনৈতিক কারণ, নাকি ব্যবসাজনিত কোনো কারণেই খুন হতে হল মঙ্গলকোটের এই তৃণমূল নেতাকে, তা নিয়ে রহস্য ক্রমশ দানা বাধতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!