এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূল নয়, বিজেপির পথেই হাঁটছে কমিশন! বিস্ফোরক দিলীপ ঘোষ!

তৃণমূল নয়, বিজেপির পথেই হাঁটছে কমিশন! বিস্ফোরক দিলীপ ঘোষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিনকে দিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আর এই পরিস্থিতিতে রাজ্যের চার পৌরনিগমের দিন ঘোষণার প্রথম থেকেই সেই ব্যাপারে আপত্তি তুলেছিল ভারতীয় জনতা পার্টি। তাদের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই। কিছুদিন নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। এক্ষেত্রে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত নিয়েও যুক্তি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু নির্বাচন কমিশন তাদের সেই যুক্তি শোনেনি।

তবে এবার করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত হওয়ার কারণে প্রচারের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ করার কথা জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে তারা আগেই এই কথা বলেছিল বলে জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি তার মন্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হল যে, তারা আগে যে কথা বলেছিলেন, এখন সেই রাস্তাতেই হাঁটছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই নির্বাচন কমিশনের যে বিধিনিষেধ রয়েছে, সেই ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “কমিশন যদি বলে তাহলে বন্ধ করা উচিত। আমরা তো আগে থেকেই বলেছিলাম, ভোট করার মত পরিবেশ নেই। একদিকে রাজনৈতিক হিংসা অন্যদিকে করোনার ভয়, সফল হবে কিভাবে! অনুকূল পরিস্থিতি নেই। কমপক্ষে 20 হাজারের বেশি সংক্রমণ হচ্ছে। তাই আমরা বলেছিলাম, দুই বছর ধরে নির্বাচন যখন হয়নি, যদি 1-2 মাস পিছিয়ে দিতে হয়, তাহলে অসুবিধার কি আছে!”

একাংশ বলছেন, দিলীপ ঘোষ এই মন্তব্যের মধ্যে দিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে আরও চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝিয়ে দিলেন যে, বিজেপি আগে যে কথা বলেছিল, তা সঠিক। আর সেই কারণে এখন করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত হওয়ার জন্য বিধিনিষেধ লাগু করে বিজেপির দেখানো পথেই হাঁটছে রাজ্য নির্বাচন কমিশন বলে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!