এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূল সাফ হয়ে যাবে” বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল সাংসদ!

“তৃণমূল সাফ হয়ে যাবে” বিস্ফোরক হেভিওয়েট তৃণমূল সাংসদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে তার বিজেপিতে যোগ দেওয়া আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই পূর্ব মেদিনীপুরের এগরাতে অমিত শাহের সভা থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে পতাকা হাতে তুলে নেবেন শান্তিকুঞ্জ বড়কর্তা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী। গত বছরের ডিসেম্বর মাসে ছেলে শুভেন্দু অধিকারী যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর তারপর থেকেই শিশিরবাবু এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তৃণমূল কংগ্রেসের থাকলেও, কেন সেভাবে দলের কর্মসূচিতে যোগদান করছেন না, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন।

তবে শুভেন্দুবাবুর মত পরিপক্ক রাজনীতিবিদ বিজেপিতে যেখানে যোগদান করেছেন, সেখানে তার পরিবারের অন্যান্য সদস্যরাও যে খুব তাড়াতাড়ি গেরুয়া শিবিরে যোগদান করবেন, সেই ব্যাপারে নিশ্চিত ছিল বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে যত সময় গিয়েছে ততই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। নানা জল্পনা-কল্পনার পর অবশেষে আজ আর কিছু সময় পরেই শুভেন্দু অধিকারীর পিতা তথা বর্ষিয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী যোগদান করতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে।

ইতিমধ্যেই এগড়ায় অমিত শাহের সভার উদ্দেশ্য রওনা দিয়েছেন তিনি। আর নিজের নতুন রাজনৈতিক ইনিংস শুরু করার আগে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল বর্ষীয়ান রাজনীতিবিদের গলায়। এখনও পর্যন্ত তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ। হয়ত বা আর কিছু পরেই তার নামের পাশে থেকে তৃণমূলের শব্দটি উঠে যাবে। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই যেভাবে তৃণমূলের বিরুদ্ধে হুংকার ছাড়লেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ, তাতে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্র মারফত খবর, কিছুক্ষণ আগেই নিজের বাড়ি থেকে এগড়ায় বিজেপির সভার উদ্দেশ্যে রওনা দেন শিশির অধিকারী। আর তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুর থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে দাবি করেন তিনি। শিশির অধিকারী বলেন, “আমরা ফুটপাতের লোক। লড়াই করতে হবে। মেদিনীপুর থেকে তৃণমূল সাফ হয়ে যাবে।” স্বাভাবিক ভাবেই বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূলের উদ্দেশ্যে শিশির অধিকারীর এই ধরনের হুংকারকে নিয়ে এখন রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের শেষ কথা বলত অধিকারী পরিবার। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে। লাগাতার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা নেত্রীরা। আর এই পরিস্থিতিতে পিতা হিসেবে পুত্রের এই অপমান সহ্য করতে না পেরে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল শিশির অধিকারীকে।

অবশেষে আজ গেরুয়া শিবিরে যোগদান করবেন তিনি। আর বিজেপিতে যোগদান করার আগেই এতদিন যে দলে ছিলেন শিশিরবাবু, সেই দলের বিরুদ্ধে রীতিমত আক্রমণ শানাতে দেখা গেল তাকে। যেখানে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর থেকে সাফ হয়ে যাবে বলে দাবি করলেন তিনি। স্বাভাবিক ভাবেই এতদিন যে তৃণমূল কংগ্রেসের স্বপক্ষে লড়াই করতে দেখা গিয়েছিল এই বর্ষীয়ান রাজনীতিবিদকে ।

তার গলায় তৃণমূল কংগ্রেসের সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী কার্যত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের নেতা শিশির অধিকারী আজ বিজেপিতে যোগদান করার পর সত্যি সত্যিই মেদিনীপুর থেকে তৃণমূলকে ধুয়েমুছে সাফ করতে কতটা সক্ষম হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!