এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃনমূল ত্যাগ করলেন শীলভদ্র দত্ত, জোর শোরগোল!

তৃনমূল ত্যাগ করলেন শীলভদ্র দত্ত, জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃনমূল ত্যাগের হিড়িক যেন চরম মাত্রায় শুরু হয়ে গিয়েছে। যেদিন থেকে মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেদিন থেকেই ব্যারাকপুরের তৃনমূল বিধায়ক শীলভদ্র দত্তের দলবদলের জল্পনা তৈরি হয়েছিল। তবে শুভেন্দু অধিকারী তৃনমূল ত্যাগ করার পর সেই শীলভদ্র দত্তের দল ছাড়ার জল্পনা তীব্র হতে শুরু করে। অবশেষে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করলেন সেই শীলভদ্র দত্ত।

স্বভাবতই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বস্তুত, কিছুদিন আগেই প্রশান্ত কিশোরের টিম সম্পর্কে প্রশ্ন তুলে দিয়েছিলেন শীলভদ্র দত্ত। এমনকি নির্বাচনে দাঁড়াবেন না বলে কর্পোরেট সংস্থাকে দিয়ে লাভ হবে না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। আর সাম্প্রতিক কালে শুভেন্দু অধিকারী দলত্যাগ করলে তার সঙ্গে অনেক বিধায়ক দলত্যাগ করবেন বলে জল্পনা ছড়িয়েছিল। আর সেই মূহুর্তেই তৃনমূলের অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শুভেন্দু অধিকারী দলত্যাগ করেছেন। আর তারপর আসানসোল পৌরসভার প্রশাসক পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি দলের জেলা সভাপতি পদ ছেড়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। শুধু তাই নয়, দলত্যাগও করেন তিনি। আর এরপরই শীলভদ্র দত্তের মত তৃনমূল বিধায়ককে তৃনমূল নেতাদের ঋনশোধ করার উদ্যোগ নিতে দেখা যায়। যার ফলে জল্পনা আরও বাড়তে শুরু করে। অবশেষে গোটা ব্যাপারটি স্পষ্ট করলেন শীলভদ্র দত্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন সাংবাদিক বৈঠক করে দলত্যাগের কথা জানিয়ে দেন প্রাক্তন এই তৃনমূল নেতা। তবে তৃনমূল ত্যাগ করলেও বিধায়ক পদ ছাড়েননি তিনি। আর এখানেই প্রশ্ন, তাহলে কি শুভেন্দু অধিকারী নিজের টিম শক্তিশালী করার কাজ শুরু করে দিলেন? জিতেন্দ্র তিওয়ারির পর যেভাবে শীলভদ্র দত্ত দল ছাড়লেন, তাতে কি তিনি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? এদিনের সাংবাদিক বৈঠকে অন্তত বিজেপিতে যোগ দেওয়ার কোনো কথা বলেননি শীলভদ্র দত্ত।

বিশ্লেষকরা বলছেন, যেদিকে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে, তাতে আরও জটিল হয়ে যাচ্ছে তৃনমূলের অন্দরমহল। এবার যেভাবে শীলভদ্র দত্ত দলত্যাগ করলেন, তাতে তৃনমূলের স্নায়ুচাপ অনেকটাই বেড়ে গেল। তবে তৃনমূল ছাড়লেও পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে কি সিদ্ধান্ত গ্রহন করেন ব্যারাকপুরের বিধায়ক, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!