এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল থেকে কি বিদায় নেবেন মদন ? শোকজের পরেই বিস্ফোরক মমতার সৈনিক!

তৃণমূল থেকে কি বিদায় নেবেন মদন ? শোকজের পরেই বিস্ফোরক মমতার সৈনিক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন ধরে তার একের পর এক মন্তব্য দলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। আর এই পরিস্থিতিতে বেলাগাম মন্তব্য করার কারণে আজ তৃণমূলের পক্ষ থেকে শোকজ করা হয়েছে মদন মিত্রকে। তবে এখনও পর্যন্ত শোকজের কোনো চিঠি পাননি বলেই জানিয়ে দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আর এই পরিস্থিতিতে শোকজ করার পর ফের বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র। যেখানে তার একটি মন্তব্যের মধ্যে দিয়ে আগামী দিনে তিনি আদৌ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ তৃনমূলের পক্ষ থেকে মদন মিত্রকে শোকজ করা হয়েছে। আর তারপরেই এই ব্যাপারে কামারহাটি তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া চাওয়া হয়। আর সেই প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। তা সত্ত্বেও দল যদি চিঠি পাঠায়, আমি নিয়ে নেব। এখন কোন ঠিকানায় পাঠিয়েছে, খোঁজ নিচ্ছি। ঠিক আছে উত্তর দেব। যা শাস্তি দেবে, মাথা পেতে নেব। কোনো অসুবিধে নেই। শুধু দলের কাছে এটা বলব যে, দোষীরা ছাড়া পেয়ে যাক আপত্তি নেই, তবে নির্দোষ যেন শাস্তি না পায়। যাই হোক, আমি তৃণমূলে আছি, তৃণমূলে ছিলাম, তৃণমূলে থাকব‌ যদি তৃণমূল রাখে। আর যদি তৃণমূল তাড়িয়ে দেয়, তাহলে ওই বাদামওয়ালার মতো বলতে হবে, কাচা বাদাম।”

স্বভাবতই হঠাৎ করে কেন মদন মিত্র একথা বললেন, তা নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। অনেকে বলছেন, মদন মিত্রের কাছে হয়ত দল তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, এইরকম একটা খবর রয়েছে। আর সেই কারণেই তার এই ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!