এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে একের পর এক হেভিওয়েট বেসুরো, দল ছাড়ার সম্ভাবনা, 2021 এর আগে তৃণমূলের জন্য অশনি সংকেত?

তৃণমূলে একের পর এক হেভিওয়েট বেসুরো, দল ছাড়ার সম্ভাবনা, 2021 এর আগে তৃণমূলের জন্য অশনি সংকেত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের পর দলের ভাবমূর্তি রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজনৈতিক রণনীতিকার করেন প্রশান্ত কিশোরকে। আর তারপর থেকেই প্রশান্ত কিশোর নিজের মত করে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে দল পরিচালনার জন্য নির্দেশ দিতে থাকে। আর সেই মত করেই সমস্ত কিছু চলছিল। একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে দলকে চাঙ্গা করার চেষ্টা শুরু হয়েছিল। কিন্তু এবার বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি, তখন দলের তৃণমূলের জনপ্রতিনিধিরা সেই প্রশান্ত কিশোরের টিমকে নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন। যার ফলে ব্যাপক বিড়ম্বনায় পড়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে এই প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। তারপর তিনি বিজেপিতে যোগদান করার পর তৃণমূলের একের পর এক বিধায়ক এই ব্যাপারে সরব হতে শুরু করেন। ব্যারাকপুরের শীলভদ্র দত্ত থেকে শুরু করে শিবপুরের জটু লাহিড়ী, প্রশান্ত কিশোরের টিমকে দিয়ে কোনোমতেই কাজ করা সম্ভব নয় বলে বুঝিয়ে দিতে শুরু করেন। যার ফলে তৈরি হয় অসন্তোষ।

আর এখানেই বিশেষজ্ঞদের অনেকে বলছেন, ধীরে ধীরে তৃণমূলের অন্দরে যদি এই বিদ্রোহ বাড়তে শুরু করে, তাহলে বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত জনপ্রতিনিধিরা দলবদলের মত সিদ্ধান্ত নিতে পারেন। যার ফলে শাসকদলের অস্বস্তি ক্রমশ বাড়বে। এমনিতেই বিজেপির পক্ষ থেকে প্রতিমুহূর্তে দাবি করা হচ্ছে, তৃণমূলের অনেক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন।

বর্তমানে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চরম মাত্রায় বৃদ্ধি পেতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যদি দলবদলের মত সিদ্ধান্ত নেন, তাহলে অনেকেই যে তার পথে হাঁটতে শুরু করবেন, তা বলার অপেক্ষা রাখে না। আর তা যদি হয়, তাহলে কিভাবে শাসক দল আগামী দিনে বিধানসভা নির্বাচনে বিজেপির মত দলের সঙ্গে লড়াই করে আবার ক্ষমতায় আসবে, সেটাই বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে শুরু করেছে। প্রশান্ত কিশোরের টিমকে নিয়ে যদি এইভাবে দলের জনপ্রতিনিধিদের বিদ্রোহ প্রকাশ্যে আসতে শুরু করে, তাহলে তৃণমূল নেতৃত্ব সেই প্রশান্ত কিশোরের মতামত নিয়ে কিভাবে আগামী দিনে দল পরিচালনা করবে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। কেননা বিভিন্ন জেলায় সংগঠন পরিবর্তনের ক্ষেত্রে সেই প্রশান্ত কিশোরের টিমের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে।

আর এর ফলেই বিভিন্ন জেলায় সেই সংগঠনের রদবদল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অনেক জনপ্রতিনিধি। আর এর প্রভাব যে আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্দরমহলে পড়বে, এই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। মিহির গোস্বামী এর মধ্যেই বিজেপিতে যোগদান করেছেন। আর তারপর তৃণমূলের অনেকেই সেই বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন বলে দাবি করছে গেরুয়া শিবিরের একাংশ।

স্বাভাবিকভাবেই যে সমস্ত জনপ্রতিনিধিরা প্রতিনিয়ত দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করেছেন, তারা আগামী দিনে বিজেপিতে যোগদান করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের। তবে যদি বিধানসভা নির্বাচনের আগে যদি তৃণমূল ত্যাগের হিড়িক পড়ে যায়, তাহলে ঘাসফুল শিবির কিভাবে তাকে মোকাবিলা করে, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!