এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে যাবার জন্য বড় শর্ত হেভিওয়েট বিজেপি নেতার, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

তৃণমূলে যাবার জন্য বড় শর্ত হেভিওয়েট বিজেপি নেতার, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপি সাংসদ তৃণমূলে ফেরার জন্য রাখলেন বড় শর্ত। তাঁর দাবী, অভিষেক বিজেপিতে এলে তবেই তিনি তৃণমূলে যাবেন। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু আক্ষরিক অর্থে সেই চ্যালেঞ্জ ভালোভাবেই হেরে গিয়েছে গেরুয়া শিবির ঘাসফুল শিবিরের কাছে। আর তারপর থেকেই দলবদলের জল্পনা তীব্র হয়েছে গেরুয়া শিবিরের বিভিন্ন নেতাকে নিয়ে। ইতিমধ্যেই হারের কারণে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে বিভিন্ন সময় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে।

তার মধ্যে দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন মুকুল রায়, শুভ্রাংশু রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। বেশ কিছু নেতা-নেত্রী বিজেপি ইতিমধ্যে ছেড়েও দিয়েছেন। সবমিলিয়ে অবস্থা যে মোটেই সুখকর নয় গেরুয়া শিবিরের জন্য তা এককথায় বলা যায়। অন্যদিকে সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয় রাজনৈতিক অন্দরমহলে। প্রসঙ্গত, সৌমিত্র খাঁ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠকে না থেকে সোজা মুকুল রায়ের সঙ্গে দেখা করতে যান এবং ওই একই দিনে বিষ্ণুপুরের সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছেড়ে দেওয়া নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়।

কিন্তু সৌমিত্র খাঁ প্রথম থেকেই বলে আসছেন, গেরুয়া শিবির ছাড়ার কোন প্রশ্নই নেই। প্রসঙ্গত, সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এমনকি আরামবাগের তৃণমূল প্রার্থী হয়েও তিনি দাঁড়ান। যদিও তিনি হেরে গেছেন বলে জানা যায়। অন্যদিকে, আজকে হেস্টিংসের অফিসে গেরুয়া শিবিরের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়। এবং সেই বৈঠকে কিন্তু নিয়মমাফিক উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই সৌমিত্র খাঁকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল এই কদিনে রাজনৈতিক মহলে, তার জবাব দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি কোনদিনই বিজেপি ছেড়ে যাবেন না। বিশেষ করে বিজেপি তখন 3 থেকে 77 হয়েছে রাজ্যে। মূলত অভিষেক প্রসঙ্গটি এ ব্যাপারে তিনি টেনে আনেন। রীতিমতো কটাক্ষ করে জানিয়ে দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন বিজেপিতে আসবেন, তিনি সেদিন তৃণমূলে যাবেন।

প্রসঙ্গত রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এই কথা বলে সৌমিত্র খাঁ বুঝিয়ে দিলেন, বর্তমানে তাঁর প্রথম এবং প্রধান প্রতিপক্ষ হলেন তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, রাজনীতিতে কি না হয়! যে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকড়ে ধরে কাঁদতে, সেই রাজীব বন্দ্যোপাধ্যায় রাতারাতি কান্না থামিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং নেত্রী সম্পর্কে বিধানসভা নির্বাচনের আগেই বিষোদ্গার করেছিলেন।

এখন হেরে যাবার পরে আবার সেই রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরার চেষ্টা চালাচ্ছেন। তাই সৌমিত্র খাঁ যতই দাবি করুন না কেন, তিনি বিজেপিতে থাকছেন তাঁর হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া এবং দিলীপ ঘোষের বৈঠক ছেড়ে মুকুল রায়ের সঙ্গে দেখা করার উত্তর যতদিন না পাওয়া যাচ্ছে, ততদিন এই বিতর্ক চলতে থাকবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!