এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনায় মুখ খুললেন দিলীপ ঘোষ, “পুরনো অভ্যাস” বলে কটাক্ষ!

তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনায় মুখ খুললেন দিলীপ ঘোষ, “পুরনো অভ্যাস” বলে কটাক্ষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাওড়ার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে এক তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেখানে কমিশন বিজেপির কথা মত কাজ করছে বলে অভিযোগ করতে শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারের ঘটনা রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে শাসক দলকে।

এমনিতেই প্রতিটি নির্বাচনেই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করে বিরোধীরা। কিন্তু এর মাঝেই বিধানসভা নির্বাচনে এত কড়াকড়ি সত্বেও কিভাবে তৃণমূল নেতার বাড়ি থেকে তা উদ্ধার হল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই এই ঘটনায় সেক্টর অফিসারের ভূমিকা নিয়ে সরব হয়েছে একাংশ। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে মুখ খুলে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারকে কেন্দ্র করে সরব হন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “ইভিএমের ওপর তৃণমূলের বিশ্বাস নেই। সেই ইভিএম নিয়ে বাড়িতে রেখে দিচ্ছে। টিএমসি ধরে নিয়েছে, হেরে গিয়েছে। তখন এদিক-ওদিক গন্ডগোল করে বদমাইশি করে জেতার চেষ্টা করছে। এটা ওদের পুরনো অভ্যাস।” অর্থাৎ বিজেপির পক্ষ থেকে এতদিন তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনকে প্রহসনে পরিণত করার অভিযোগ তোলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবারের নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় হওয়ার কারণে সেই সুবিধা করতে পারবে না বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এর মাঝেই তৃতীয় দফার নির্বাচন শুরু হতে না হতেই বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছে। যেখানে এক তৃণমূল নেতার বাড়িতে ইভিএম উদ্ধারের ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে গোটা রাজ্যে। যাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পর্যবেক্ষকদের দাবি, সেক্টর অফিসারের অন্য মনস্কতার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু যে তৃণমূলের পক্ষ থেকে ইভিএমে কারচুপি অভিযোগ করা হত, সেই তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারের ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। যার ফলে এখন বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।

আর সেই কারণেই তৃণমূলকে চাপে ফেলে “পুরনো অভ্যাস” বলে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। স্বাভাবিকভাবেই দিলীপবাবুর এই মন্তব্যে ঘাসফুল শিবির যে এখন কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!