এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। আর আদর্শ আচরণবিধি হয়ে গেলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় সকল রাজনৈতিক দলকে। কিন্তু এবার তৃণমূলের বিরুদ্ধে উঠল সেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ। জানা গেছে, আলিপুরদুয়ারের ফালাকাটায় তৃণমূলের প্রচার পর্বে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নিয়ে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে হাতিয়ার করে এবার কমিশনের দ্বারস্থ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে শাসক শিবির।

সূত্রের খবর, সোমবার দুপুরে রাজবংশী সম্প্রদায়ের মানুষকে নিয়ে ফালাকাটার কালিপুর স্পেশাল কেডার প্রাইমারি স্কুলে একটি প্রচার সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেখানে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়। রান্নার কাজে হাত লাগাতে দেখা যায় স্বয়ং তৃণমূল প্রার্থী সুভাষ রায়কে। আর তারপর থেকেই ভোটের মুখে এইভাবে নির্বাচনী বিধিভঙ্গ করে কেন মানুষকে খাওয়া-দাওয়া করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা। ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে কমিশনে যাওয়ার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। আলিপুরদুয়ার জেলা বিজেপির সহ-সভাপতি জয়ন্ত রায় বলেন, “যে উন্নয়নের কথা বলে, সেই উন্নয়নের নিরিখে মানুষ তাদের ভোট দেবে না। কারণ উন্নয়ন শুধু তৃণমূল নেতাদের হয়েছে‌। তাই ভোটারদের প্রভাবিত করতে খাওয়ার দিচ্ছেন। কমিশনে অভিযোগ করা হবে। কালচিনিতেও এরকম করা হয়েছিল।” যদিও বা বিজেপির অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে ফালাকাটা তৃণমূল প্রার্থী সুভাষ রায় বলেন, “শুধু উন্নয়ন নয়, রাজবংশীদের কৃষ্টি-সংস্কৃতির জন্য আমরা ভাবি। এটা বোঝাতেই এই উদ্যোগ।” কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরে ওই ধরনের কাজ করা যায় না, তা কি জানতেন না স্বয়ং তৃণমূল প্রার্থী! যার ফলে তারা নতুন অস্ত্র পেয়ে গেল। যার জেরে এবার তারা এটাকে হাতিয়ার করেই ময়দানে নামবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!