এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের বিরুদ্ধে সিবিআই সক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ মুকুলপুত্র? ফেসবুক পোস্টে দলবদলের জল্পনা!

তৃণমূলের বিরুদ্ধে সিবিআই সক্রিয়তা নিয়ে ক্ষুব্ধ মুকুলপুত্র? ফেসবুক পোস্টে দলবদলের জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বহু চেষ্টা করেও বিজেপি এবার রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি। তৃতীয়বারের জন্য বিপুল জনাদেশ নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপি আগের থেকে অনেকটাই ভালো ফলাফল করেছে। 77 টি আসন দখল করে রাজ্যে বিরোধী দলের মর্যাদা পেয়েছে। তবে তৃণমূল তৃতীয়বার সরকার গঠনের পর থেকেই সিবিআইয়ের সক্রিয়তা দেখা গেছে। যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নারদ কান্ডে গ্রেপ্তার করা হয় তৃণমূলের তিন নেতা, মন্ত্রী সহ রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে।

যদিও বা তারা এখন সকলেই জামিনে মুক্ত হয়েছেন। তবে এই পরিস্থিতিতে বিজেপিকে আত্মসমালোচনার কথা বলে ফেসবুকে ঝড় তুলে দিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক তথা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। বর্তমান পরিস্থিতিতে বিজেপির একের পর এক নেতা-নেত্রীরা দলের ভুলত্রুটি সামনে আনতে শুরু করেছেন। আর তার মাঝেই বিজেপির চাণক্য হিসেবে পরিচিত হেভিওয়েট বিধায়ক মুকুল রায়ের ছেলের এই মন্তব্য গেরুয়া শিবিরকে যে যথেষ্ট অস্বস্তির মুখে ফেলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, শনিবার রাতে একটি ফেসবুক পোস্ট করেন বীজপুরে প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। যেখানে তিনি লেখেন, “জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।” বলা বাহুল্য, বর্তমানে রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। আর তার মধ্যেই প্রধানমন্ত্রীর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে রাজ্যকে কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে লাগাতার যেভাবে রাজ্য সরকারকে কটাক্ষ করা হচ্ছে, তাতে নিজেদের আত্মসমালোচনা করে কেন তারা খারাপ ফলাফল করল! সেই বিষয়টি পর্যালোচনা করা দরকার বলেই বোঝাতে চাইলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মুকুল রায়ের মত একজন বিজেপির শীর্ষ নেতার পুত্র যখন এই ধরনের মন্তব্য করলেন, তখন নিঃসন্দেহে জল্পনা বাড়ছে। কেন তার এই ধরনের ফেসবুক পোস্ট? এদিন এই প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন, “এটা তো মানতে হবে যে, একটা সরকার মানুষের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। তার মধ্যেই সিবিআইয়ের টানাটানি শুরু হয়ে গিয়েছে। তারপর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে। এভাবে বিরক্ত না করে আমাদের তো আত্মসমালোচনা করা উচিত। খুঁজে দেখা উচিত, কেন মানুষ আমাদের গ্রহণ করল না!”

পর্যবেক্ষকরা বলছেন, তৃণমূল থেকে আসা অনেক নেতা, নেত্রী বর্তমানে আবার বিজেপি ছাড়তে শুরু করেছেন। এক্ষেত্রে তারা আবার তৃণমূলে ফেরার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছেন। যদিও বা তৃণমূলে ফেরার রাস্তা যে তাদের কাছে সম্পূর্ণরূপে বন্ধ, তা জানিয়ে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে মুকুল রায়ের মত হেভিওয়েট নেতাকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেভাবে তাকে ময়দানে দেখা না যাওয়ায় বিজেপির সাথে তার দূরত্ব বাড়ছে বলে দাবি করতে শুরু করেছিলেন একাংশ।

আর এই পরিস্থিতিতে সেই মুকুল রায়ের পুত্রের বিজেপিকে আত্মসমালোচনার কথা বলে কিছুটা তৃণমূলের পক্ষে মন্তব্য নিঃসন্দেহে জল্পনা সৃষ্টি করল। তাহলে কি ধীরে ধীরে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠছেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়? যে যাই বলুন না কেন শুভ্রাংশুবাবুর এই ফেসবুক পোস্টে ভারতীয় জনতা পার্টিতে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ফেসবুক পোস্টের মতই বাস্তবে কোনো পদক্ষেপ নিয়ে বিজেপিকে আবার চাপে ফেলে দেন কিনা শুভ্রাংশু রায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!