এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > তৃণমূলের চাপ বাড়াতে নয়া পরিকল্পনা, পরাজয় স্বীকার করেও বড় ঘোষণা দিলীপের!

তৃণমূলের চাপ বাড়াতে নয়া পরিকল্পনা, পরাজয় স্বীকার করেও বড় ঘোষণা দিলীপের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তারা টার্গেট রেখেছিল, বাংলা থেকে 200 আসন দখল করবে। কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীরা বাংলায় এসে লাগাতার প্রচার করলেও, তা সম্ভব হয়নি। 77 টি আসন পেয়ে রাজ্যে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই রীতিমতো হতাশ হয়ে যেতে শুরু করেছেন বিজেপির অনেক কর্মী সমর্থকরা। তবে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে জানানো হচ্ছে, আগে যা অবস্থা ছিল রাজ্যে ভারতীয় জনতা পার্টির, তার থেকে এখন অবস্থান অনেক উন্নতি হয়েছে।

এক্ষেত্রে 38 শতাংশ ভোট পেয়ে তারা রাজ্যের প্রধান প্রতিপক্ষের জায়গা দখল করেছে বলেই দাবি করছে গেরুয়া শিবির‌। তবে দলের এই ফলে কর্মী, সমর্থকরা অবশ্য মোটেই খুশি নয়। যার ফলে অনেকেই দলের বিরুদ্ধে বেসুরো শুরু হতে শুরু করেছেন। অনেকেই আবার যোগ দিতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসে। আর এই পরিস্থিতিতে দলের কর্মসমিতির বৈঠকের পরাজয় স্বীকার করে নিয়ে বাংলার মানুষ বিরোধী আসনে বিজেপিকে বসালে, বিজেপি নীতিগতভাবে সেই কাজ করে যাবে বলেই জানিয়ে দিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, মঙ্গলবার বিজেপির রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিধানসভা নির্বাচনে যে পরাজয় হয়েছে, তা স্বীকার করে নেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মানুষ আমাদের সরকারে নয়, দায়িত্বশীল বিরোধী হিসেবে দেখতে চান। তাই বিধানসভায় বড় দল করে পাঠিয়েছেন। নিষ্ঠার সঙ্গে তাদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। বিধানসভার ভেতরে এবং বাইরে কোথাও কোনো খামতি হবে না। আর এটা জানে বলেই আমাদের সাধারন স্তরের কর্মীদের উপর অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস। সরকার গঠন করতে আমরা বিরাট লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম। 200 আসনের লক্ষ্য ছিল। তার আগে লোকসভা নির্বাচনে 21 আসনের লক্ষ্য নেওয়া হয়েছিল। যেবার 18 টি আসন পেয়েছিলাম। 200 আসনের জন্য এবার কোমর বেঁধে লড়েছিলাম। কিন্তু মানুষ আমাদের সরকারের চাননি। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে বিজেপিকে বাংলার শাসন ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত করবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ কার্যত সাধারণ মানুষের রায়কে সমর্থন করে এবং মেনে নিয়ে আগামী দিনের পথ চলার বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি। এক্ষেত্রে যখন দল থেকে অনেকেই বেরিয়ে গিয়ে ঘাসফুল শিবিরের নাম লেখাচ্ছেন, তখন কার্যত কর্মীদের পাশে দাঁড়িয়ে আগামী দিনের জন্য বিজেপিকে আরও শক্তিশালী করার কথা বলে তৃণমূলের অস্বস্তি যে প্রতি মুহূর্তে বাড়িয়ে দেবে ভারতীয় জনতা পার্টি, তা নিজের বক্তব্যের মধ্য দিয়েই তুলে ধরার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশের দাবি, বর্তমান পরিস্থিতিতে ব্যাপক ভরাডুবি হওয়ার পর বিজেপি অনেকটাই কোণঠাসা। ধীরে ধীরে তাদের অনেক নেতা, নেত্রী দলবদল করতে শুরু করেছেন। মুকুল রায়ের মত অভিজ্ঞ নেতা পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে নাম রাখার পর নীচুতলা থেকে শুরু করে ওপরতলায় ব্যাপক ভাঙ্গনের আশঙ্কা করা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান করতেই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

এক্ষেত্রে বিজেপিকে মানুষ বিরোধী আসনে জায়গা দিলেও, তারা যে কোনোমতেই শাসকদলকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না, তা কার্যত পরিষ্কার করে দিলেন গেরুয়া শিবিরের সর্বোচ্চ সেনাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আগামী দিনে নিজেদের শক্তি বৃদ্ধি করতে কি কি পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় জনতা পার্টি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!