এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিতর্ক, প্রচ্ছন্ন হুমকির অভিযোগ বিরোধীদের!

তৃণমূলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিতর্ক, প্রচ্ছন্ন হুমকির অভিযোগ বিরোধীদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই শাসক-বিরোধী রাজনৈতিক তরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূল-বিজেপি লড়াই ক্রমশ অব্যাহত। আর এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে “খেলা হবে” স্লোগানকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের মধ্যে দড়ি টানাটানি চরম আকার ধারণ করেছেন। আর এবার তৃণমূলের একটি দেওয়াল লিখনে “খেলা হবে ভয়ঙ্কর” এই শ্লোগান দেখতে পাওয়ায় রীতিমত বিতর্ক তৈরি হয়েছে ফাঁসিদেওয়া এলাকা জুড়ে। ইতিমধ্যেই এই শ্লোগানের পিছনে কি উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। পাশাপাশি এই গোটা ঘটনায় প্রচ্ছন্ন হুমকির অভিযোগ তুলেছে তারা।

সূত্রের খবর, ফাঁসিদেওয়ার জালাস চঞ্চলের বারভিটা এলাকায় একটি দেওয়াল লিখন দেখতে পাওয়া যায়। যেখানে লেখা রয়েছে, “খেলা হবে ভয়ঙ্কর”। স্বাভাবিকভাবেই এই নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে। এই ধরনের শ্লোগান দিয়ে তৃণমূল ঠিক কি বোঝাতে চাইছে, তা নিয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এমনিতেই তৃণমূলের “খেলা হবে” স্লোগান নিয়ে একাংশের মধ্যে তৈরি হয়েছে আপত্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, এই “খেলা হবে” স্লোগানের মধ্যে দিয়ে তৃণমূলকে নির্বাচনের পরে কি প্রতিহিংসাপরায়ন রাজনীতির বার্তা দিতে চাইছে? আর এবার দেওয়াল লিখনে “ভয়ঙ্কর খেলা হবে” স্লোগান নিয়ে রীতিমত উত্তপ্ত হয়ে উঠল রাজনীতি। এদিন এই প্রসঙ্গে ফাঁসিদেওয়া বিজেপির মন্ডল সভাপতি অনিল ঘোষ বলেন, “তৃনমুল আমাদের ধমকাচ্ছে। এসব করে কোনো লাভ নেই। রাজ্যের মানুষ আমাদের জেতাবে। তারপর তৃণমূল নেতাদের সঙ্গে আমরা আবির খেলব।”

যদিও বা বিজেপির এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ফাঁসিদেওয়ার যুব তৃণমূল নেতা ইকবাল হোসেন বলেন, “বিজেপি যেভাবে খেলতে চাইবে, আমরা সেভাবেই খেলতে তৈরি।” পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ভোটের মুখে এই খেলা হবে স্লোগানে এখন রীতিমত শাসক-বিরোধী তরজার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কিছুদিন আগেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতির মুখ থেকে শোনা গিয়েছিল “ভয়ঙ্কর খেলা হবে”। যার পরে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। আর এবার তৃণমূলের দেওয়াল লিখনে সেই কথা দেখতে পাওয়ায় বিরোধীদের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলতে দেখা গেল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!