এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের হয়ে আর প্রার্থী নয়, কল্যানের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ ! নয়া পদক্ষেপে চাঞ্চল্য !

তৃণমূলের হয়ে আর প্রার্থী নয়, কল্যানের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ ! নয়া পদক্ষেপে চাঞ্চল্য !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যত দিন যাচ্ছে, ততই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অন্দরমহলে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে। প্রথমে প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেলকে কটাক্ষ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আর তারপর থেকেই তার বিরুদ্ধে সরব হতে শুরু করেন ঘাসফুল শিবিরের একাংশ।

কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে দেখা যায় তৃণমূলের অনেক হেভিওয়েট নেতাকে। আর এই পরিস্থিতিতে এবার সেই কল্যান বন্দ্যোপাধ্যায়ের নিজের সংসদীয় এলাকা শ্রীরামপুরের রিষড়াতে তার বিরুদ্ধেই একাধিক পোস্টার পড়তে দেখা গেল। যার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন রিষড়া এলাকায় কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার পড়তে দেখা যায়। যেখানে লেখা ছিল, “কল্যান নয়, অকল্যাণের মুক্তি চাই।” এছাড়াও হেভিওয়েট এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে সমাজবিরোধী সহ একাধিক শব্দ সেই পোস্টারে দেখা গিয়েছে। যার জেরে এই বিষয়টিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে আশঙ্কা।

অনেকে বলছেন, তৃণমূলের অন্দরে যেভাবে কল্যান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকে সরব হচ্ছেন, তাতে কি আগামী দিনে আর টিকিট পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা! আর তার কারণেই কি তার বিরুদ্ধে এইভাবে পোস্টার দিতে দেখা যাচ্ছে ঘাসফুল শিবিরের একাংশকে! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!