এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের হয়ে প্রার্থী মেয়ে, বড় আত্মত্যাগ মা চুনীবালার!

তৃণমূলের হয়ে প্রার্থী মেয়ে, বড় আত্মত্যাগ মা চুনীবালার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন বীরবাহা হাঁসদা। আর তারপরেই তাকে তৃণমূলের পক্ষ থেকে ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে। একসময় ঝাড়খন্ড পার্টির অন্যতম নেত্রী ছিলেন তিনি। কিন্তু এবার নিজের মেয়ে বীরবাহা হাঁসদা তৃণমূলের হয়ে লড়াই করছেন জানতে পেরেই বড়সড় আত্মত্যাগ করলেন ঝাড়খণ্ড পার্টির নেত্রী তথা বীরবাহা হাসদার মা চুনিবালা হাঁসদা। মেয়ের জয়ের পথে যাতে কোনো রকম বাধা তৈরি না হয়, তার জন্য নিজের দল ঝাড়খণ্ড পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিলেন চুনীবালাদেবী।

অনেকে বলেন, রাজনীতি কোনো সময় পারিবারিক সম্পর্ক দেখে না। কিন্তু মেয়ের জয়ের পথে কাঁটা না হতে ঝাড়খণ্ড পার্টির নেত্রীর এই সিদ্ধান্ত যে মা-মেয়ের সম্পর্কের গভীরতাকে প্রস্ফুটিত করল, তা বলাই যায়। জানা গেছে, ইতিমধ্যেই চুনীবালা হাঁসদা জানিয়ে দিয়েছেন, ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে যারা ঝাড়খণ্ড পার্টির সমর্থক রয়েছেন, তারা সকলেই যেন তৃণমূল প্রার্থীকে সমর্থন করেন। অর্থাৎ তার পৃথক দল থাকলেও, মেয়ের এই বিজয় পথকে আটকাতে চাইছেন না চুনিবালা দেবী।

আর সেই কারণেই ইচ্ছে থাকলেও, এই আসনে প্রার্থী দিতে দেখা যাবে না ঝাড়খণ্ড পার্টিকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একাংশের মতে, ঝাড়খন্ড পার্টি যদি এখানে প্রার্থী না দেয়, তাহলে আদিবাসীদের একটা বিরাট মাত্রায় সমর্থন যাবে তৃনমূল প্রার্থীর দিকে। আর সেই কারণেই ঝাড়খণ্ড পার্টির পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল। কেননা মেয়ে তৃণমূল প্রার্থী হওয়ার কারণে পারিবারিক সম্পর্ককে মাথায় রেখে মা কিছুটা মেয়েকে এগিয়ে দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থকেই পেছনে রাখলেন বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের অধিকাংশ এলাকায় অত্যন্ত ভালো ফল করেছিল ভারতীয় জনতা পার্টি‌‌। বিভিন্ন জায়গায় ফুটে গিয়েছিল পদ্মফুল। যার প্রধান কারণ আদিবাসীদের বাড়তি সমর্থন। কিন্তু এবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের সেই আদিবাসী ভোটকে মজবুত করতে তৃণমূলের পক্ষ থেকে কিছুদিন আগেই দলে যোগদানকারী প্রার্থী করা হয়েছে। তবে একসময় ঝাড়খন্ড পার্টির নেত্রী হলেও এবং সেই দলে থেকে সব পরিচালনা করলেও, ঝাড়খণ্ড পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।

অবশেষে পারিবারিক সম্পর্কের কথা মাথায় রেখে এবং মেয়েকে এগিয়ে দিতে মা চুনীবালা হাসদা এই বিধানসভা এলাকায় নিজের দলের পক্ষ থেকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিলেন। উল্টে তার দলের কর্মী সমর্থকরা যাতে তৃনমূলের হয়েই প্রচার করেন, তার জন্য সকলকে নির্দেশ দিতে দেখা গেল তাকে। সব মিলিয়ে রাজনৈতিক লড়াইয়ে ভিন্ন দল হলেও মেয়েকে এগিয়ে যাওয়ার জন্য বড় সিদ্ধান্ত নিলেন মা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!