এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূল কর্মীকে নিজেদের সমর্থক করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে! সরগরম উত্তরবঙ্গ!

তৃণমূল কর্মীকে নিজেদের সমর্থক করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে! সরগরম উত্তরবঙ্গ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রায় প্রতিনিয়ত দলবদলের মত ঘটনা অব্যাহত বাংলায়। রোজ তৃণমূল থেকে বিজেপি, আর বিজেপি থেকে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে স্বেচ্ছায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেও এবার জোর করে এক তৃণমূল কর্মীকে বিজেপির পতাকা ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দিনহাটা বিধানসভার ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। যার ফলে সেখানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব।

জানা গেছে, বুধবার গভীর রাতে এলাকার তৃণমূল কর্মী বাবলু বর্মনের হাতে জোর করে বিজেপির পক্ষ থেকে পতাকা ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি তার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় বিজেপির পক্ষ থেকে দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয় বলেও খবর। আর তাদের কর্মীকে এভাবে বিজেপির পক্ষ থেকে যোগদান করানোর পরে বৃহস্পতিবার সেই এলাকায় গিয়ে বাবলু বর্মনের হাতের দলীয় পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক উদয়ন গুহ।

যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়। অর্থাৎ বিজেপি তাদের কর্মীকে জোর করে নিজেদের করে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলে পাল্টা সেই কর্মীকে নিজেদের পতাকা ধরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। যে ঘটনায় কার্যত উত্তাল হয়েছে উত্তরবঙ্গ। এদিন এই প্রসঙ্গে বাবলু বর্মন বলেন, “আমি 2007 সাল থেকে তৃনমূলের সাথে যুক্ত ছিলেন। গতকাল রাতে জোর পূর্বক বিজেপি কর্মীরা আমার হাতে বিজেপির পতাকা তুলে দেয়। আজ বিধায়ক বাড়িতে এসে তৃনমূলের পতাকা তুলে দেন।” এদিকে এই ব্যাপারে তাদের কর্মীকে জোর করে বিজেপি নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “উনি আমাদের দলের লোক। বিজেপির কর্মীরা গতকাল রাতে ওনার বাড়িতে এসে জোর করে উনার হাতে বিজেপির পতাকা তুলে দেয় এবং তার বাড়িতে বিজেপির পতাকা টাঙিয়ে দেয়। তারপর তৃণমূলের কর্মীদের বলা হয়, তুমি আজকে থেকে বিজেপির কর্মী। ওই কর্মী অঞ্চল সভাপতির বাড়িতে যায় এবং বলেন, সে বিজেপি কর্মী নয়। সে তৃণমূলে ছিল এবং তৃণমূলেই থাকবে।” স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মীদের বিজেপির পতাকা ধরিয়েছে বলে তৃনমূলের পক্ষ থেকে অভিযোগ করা হল, তাতে বিজেপি যে অনেকটাই চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!