এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল কর্মীর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশার মাঝেই তৃণমূল-বিজেপি তরজা!

তৃণমূল কর্মীর মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশার মাঝেই তৃণমূল-বিজেপি তরজা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রথম দফার নির্বাচন এখনও পর্যন্ত শুরু হয়নি। চলছে প্রচার। আর তার মাঝেই বিভিন্ন জায়গায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি করতে দেখা যাচ্ছে। কিন্তু এবার ঝাড়গ্রামে এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা সৃষ্টি হল। জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন। ইতিমধ্যেই সেই তৃণমূল কর্মীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। যদিও বা বিজেপির পক্ষ থেকে তা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই মৃত্যু রাজনৈতিক কারণে হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তা নিয়ে চলছে তরজা।

জানা যায়, রবিবার দুপুরে এই দুর্গা সোরেন এবং তার স্ত্রী চিকিৎসককে দেখানোর জন্য নেতুরা গিয়েছিলেন। আর সেই সময় স্থানীয় কিছু বিজেপি নেতা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আর এর পরেই সন্ধ্যায় নেতুরা বাসস্ট্যান্ডে তৃণমূলের কিছু কর্মী সেই এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য মানিক সাউকে মারধর করে বলে অভিযোগ। পরবর্তীতে সেই তারকবাবুকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই তৃণমূলের দুর্গা সোরেনকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

একাংশের দাবি, বেশ কিছুক্ষণ ধরে নিখোঁজ ছিলেন তৃণমূল কর্মী দুর্গা সোরেন। তারপরই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তাহলে কি এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে! ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল বনাম বিজেপির তরজা। তৃণমূলের দাবি, তাদের কর্মীকে রাজনৈতিক প্রতিহিংসার কারণ হিসেবে মৃত্যু মুখে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, “গালিগালাজের প্রতিবাদ করার কারণে দুর্গাদাকে মরতে হল। উত্তরপ্রদেশের কালচার আনতে চাইছে। কেন্দ্রীয় বাহিনীর অধীনে রয়েছে, নির্বাচন কমিশন কী জবাব দেবে! সোমবার থেকে জঙ্গলমহল জুড়ে প্রতিবাদ জানানো হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একইভাবে এই ঘটনার প্রতিবাদ করে ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের কো অর্ডিনেটর উজ্জ্বল দত্ত বলেন, “তৃণমূল কর্মী দুর্গা সোরেনকে খুন করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে।” তবে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় অভিযোগের আঙুল তোলা হলেও, তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো বলেন, “এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। ঘটনাটি দুর্ভাগ্যজনক। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।” তবে যে যাই বলুন না কেন, ভোটের মুখে এইভাবে এক তৃনমূল কর্মীর মৃত্যু যে জঙ্গলমহল এলাকা জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এই মৃত্যুর সঠিক কারণ কি, তদন্তকারীদের তদন্তের পর সেদিকেই নজর রয়েছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!