এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের লাভ আটকাতে নির্বাচনের আগে কড়া হওয়ার কৌশল বিজেপির, জেনে নিন

তৃণমূলের লাভ আটকাতে নির্বাচনের আগে কড়া হওয়ার কৌশল বিজেপির, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে কুপোকাত করাই এখন প্রধান লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। যার অঙ্গ হিসেবে তৃণমূলের হেভিওয়েট নেতা কর্মীদের এখন নিজেদের দিকে আসতে শুরু করেছে গেরুয়া শিবির। কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা থেকে শুরু করে কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগদান করায় বিজেপির নতুন করে সমস্যা তৈরি হয়েছে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিজেপির মধ্যে আদি এবং নব্য নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব।

স্বাভাবিক ভাবেই তৃণমূল থেকে নেতা আনতে গিয়ে যদি নিজেদের মধ্যেই দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে আগামী দিনে তারা কিভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই করে সাফল্য আনবে, সেটাই এখন অনেকের কাছে প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই এই আদি এবং নব্যের দ্বন্দ্ব আটকাতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। আর এরপরই নির্বাচনের আগে অন্য দল থেকে নেতা আনার ক্ষেত্রে কিছুটা হলেও সর্তকতা অবলম্বন করেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষ শেষ কথা বলবেন।

অনেকেরই অভিযোগ, নির্বাচনের আগে তৃণমূল থেকে যে সমস্ত নেতারা আসছে, তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হচ্ছে। যার ফলে দলের আদি নেতাকর্মীরা গুরুত্ব পাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষের হাতেই প্রধান দায়িত্ব রয়েছে বলে কড়া বার্তা দিয়ে দলের সাংগঠনিক শৃঙ্খলা যে কোনোভাবেই ভঙ্গ করা হবে না, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হলে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ দলের পুরোনো নেতাকর্মীদের মানভঙ্গ করে এখন কড়া পদক্ষেপ নেওয়ার কথা শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্বের গলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেরই অভিযোগ, এতদিন যারা লড়াই আন্দোলন করে দলকে সংগঠিত করেছেন, আজ অনেক ক্ষেত্রেই তাদেরকে ব্রাত্য করে রেখে দেওয়া হচ্ছে। বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে মুকুল রায় ঘনিষ্ঠ নেতাদের মাতব্বরি শুরু হয়েছে। যার ফলে বর্তমানে তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতারা নিজেদের মত করে জায়গা করে নিয়ে পুরনো নেতাকর্মীদের অবহেলা করছেন। আর দলের শীর্ষ নেতৃত্বের নজরে এই বিষয়টি আসার সাথে সাথেই ড্যামেজ কন্ট্রোলে’ নামতে হয়েছে রাজ্য বিজেপিকে। যেখানে দিলীপ ঘোষের হাতেই প্রধান দায়িত্ব রয়েছে বলে কোনোভাবেই দলের পুরোনো নেতাকর্মীদের অবহেলা করা হবে না বলে আশ্বস্ত করতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে।

বিশ্লেষকরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যদি বিজেপিতে এই দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে অনেক নেতাকর্মীরা দল পরিবর্তন করতে পারেন। স্বাভাবিক ভাবেই তখন বিজেপির পুরনো নেতাকর্মীরা যদি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তাহলে গেরুয়া শিবিরের কাছে তার খুব একটা ভালো ফল হবে না। তাই এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা যেমন মাথায় রাখতে হচ্ছে বিজেপিকে, ঠিক তেমনই কেউ যাতে রাগ না করেন, তার জন্য এখন আশ্বস্ত করতে ময়দানে নামছে ভারতীয় জনতা পার্টি। তবে দলবদলের হিড়িক যে পরিমাণে শুরু হয়েছে, তাতে নতুনদের আগমনে বিজেপি পুরনোদের ক্ষোভকে কিভাবে সামাল দেবে, তা যথেষ্ট দেখার বিষয় বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!