এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের নেতা মন্ত্রীদের বিপুল সম্পত্তি বৃদ্ধি, কি বললেন বিজেপির রাজ্য সভাপতি!

তৃণমূলের নেতা মন্ত্রীদের বিপুল সম্পত্তি বৃদ্ধি, কি বললেন বিজেপির রাজ্য সভাপতি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের 19 জন প্রভাবশালী নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটি জনস্বার্থ মামলায় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে জানিয়ে দেওয়া হয়েছে, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে পক্ষ করা হয়েছে। স্বাভাবিক ভাবেই তৃণমূলের সেই সমস্ত নেতা-মন্ত্রীদের চাপ ক্রমশ বাড়ছে বলেই মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “নির্বাচনের সময় তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা তো বলেছিলেন, তাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে। স্বাভাবিকভাবেই এটা তো তদন্তের বিষয়। একদিকে বলা হচ্ছে, রাজনীতি করতে এলে জনসেবা করব, অন্যদিকে নেতা-মন্ত্রীদের সম্পত্তি বাড়ছে, আর সাধারণ মানুষের আয় কমছে, এটা তো হতে পারে না। তাই যাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তারা আদালতে জানান, কি কারণে তাদের সম্পত্তি বৃদ্ধি পেল!” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত শাসকদলের নেতা-মন্ত্রীদের চাপ বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!