এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “তৃণমূলের অফিস ফাঁকা হতে শুরু করেছে” কটাক্ষ শুভেন্দুর!

 “তৃণমূলের অফিস ফাঁকা হতে শুরু করেছে” কটাক্ষ শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় একের পর এক তৃণমূলের নেতা নেত্রীর নাম জড়াতে শুরু করেছে। গ্রেপ্তার হতে শুরু করেছেন একের পর এক হেভিওয়েট। আর এই পরিস্থিতিতে তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। তবে এবার গোটা বিষয়ে বিক্ষোভ করতে গিয়ে তৃণমূলের অবস্থা যে অত্যন্ত শোচনীয়, তা বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন একটি বিক্ষোভ সমাবেশে যুক্ত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় তাকে। যেখানে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “এজেন্সি যেভাবে ধরেছে তাতে তৃণমূলের অবস্থা অত্যন্ত খারাপ। সমস্ত অফিস ফাঁকা হতে শুরু করেছে। আগামী দিনে যেটুকু বাকি রয়েছে, সেটাও ফাঁকা হয়ে যাবে।”

অর্থাৎ তৃণমূলের থেকে যে মানুষ দুর্নীতির ঘটনার জন্য মুখ ফেরাতে শুরু করেছেন, তা এই বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!