এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের অফিস থেকেই চক্রান্তের ছক! কাউন্সিলরের কীর্তিতে মহা ফ্যাসাদে তৃণমূল!

তৃণমূলের অফিস থেকেই চক্রান্তের ছক! কাউন্সিলরের কীর্তিতে মহা ফ্যাসাদে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ সকালেই বারাসাতের এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে সিআইডি। যেখানে এক ব্যক্তির কাছ থেকে মুক্তিপন চাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর এই ঘটনাতে এমনিতেই অস্বস্তিতে পড়ে গিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে এবার তাদের অস্বস্তিকে দ্বিগুণ করে এই কাউন্সিলরের কুকীর্তি নিয়ে আরও এক ভয়ংকর খবর প্রকাশ্যে চলে এলো।

সূত্রের খবর, ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে দাদার সাথে যে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে, ইতিমধ্যেই তার সম্পর্কে একটি ভয়ংকর খবর সামনে এসেছে। জানা গিয়েছে, বারাসাতের দুই নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয় থেকেই সেই ব্যবসায়ীকে অপহরণ করার চক্রান্তের ছক কষা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই তথ্য সামনে আসতেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগ, এভাবেই তৃণমূল সর্বত্র সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হলেও তৃণমূলের দলীয় অফিস থেকে যেভাবে অপহরণের ছক কষা হয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে তাতে এবার কি জবাব দেবে, এই রাজ্যের শাসক দল, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!