এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের ওপর ক্ষিপ্ত উত্তরবঙ্গ, বিস্ফোরক এই হেভিওয়েট ! জেনে নিন !

তৃণমূলের ওপর ক্ষিপ্ত উত্তরবঙ্গ, বিস্ফোরক এই হেভিওয়েট ! জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত লোকসভা নির্বাচনের সময় থেকেই উত্তরবঙ্গের ত্বরিতগতিতে উত্থান হয়েছিল ভারতীয় জনতা পার্টির। কিন্তু বর্তমানে পৌরসভা নির্বাচনে সেই উত্তরবঙ্গের কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে গেরুয়া শিবির। কেন এই ফলাফল হল, তা নিয়ে বিজেপির অন্দরে শুরু হয়েছে চর্চা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে সাংবাদিকরা দিলীপ ঘোষ একটি প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে উত্তরবঙ্গে বিজেপি সাফ হয়ে গেলেও, সেখানে ব্যাপক সন্ত্রাস হয়েছে বলে জানিয়ে দেন এই বিজেপি নেতা। পাশাপাশি তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে, এই রকম ভাবে উত্তরবঙ্গের মানুষ নির্বাচন দেখেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গত লোকসভা তারপর বিধানসভায় এসেছে। উত্তরবঙ্গের মানুষ হিংসার রাজনীতি কখনও পছন্দ করে না। দক্ষিণবঙ্গের রাজনীতি উত্তরবঙ্গের লোকেরা চায় না। পুলিশ দিয়ে জোর করে পৌরসভা ভোটে জিতেছে। ভোট করতে দিচ্ছে না। এই রাজনীতি নিয়ে হয়তো বাংলা দখল করা যাবে। কিন্তু বাংলার উন্নয়ন করা যাবে না।”

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই বক্তব্য রেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, উত্তরবঙ্গের ভোটের সময় সন্ত্রাস হয়েছে। আর সেই সন্ত্রাসের জেরে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই বক্তব্য যে যথেষ্ট অস্বস্তি তৈরি করেছে তৃণমূলের অন্দরমহলে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!