এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের প্রার্থী নিয়ে কটুক্তি শুভেন্দুর, উত্তপ্ত রাজনীতি!

তৃণমূলের প্রার্থী নিয়ে কটুক্তি শুভেন্দুর, উত্তপ্ত রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে শুক্রবার নিজের দলের 291 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন-প্রবীণের সামঞ্জস্য রেখে এবারের প্রার্থী তালিকার দিকে নজর দেয় তৃণমূল। এমনকি সেই প্রার্থী তালিকায় অনেক আসনে টলিউডের হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রীকে প্রার্থী করতে দেখা যায়।

স্বাভাবিক ভাবেই এই প্রার্থী তালিকা নিয়ে যখন উজ্জীবিত শাসকদল, ঠিক তখনই তাকে আক্রমণ করতে গিয়ে কার্যত কটুক্তি করে বসলেন তৃণমূলের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন তাদেরকে “মাল” বলে কটাক্ষ করতে দেখা গেল তাকে। যার ফলে শুভেন্দু অধিকারীর মত বিচক্ষণ নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য সামনে আসায় এখন নানা মহলে চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই একটি সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমি তৃণমূলের ব্যাপারে কিছু বলব না। তবে যে সমস্ত মালঝালকে প্রার্থী করেছে, এরা সবাই আমফানের টাকা চোর।” আর প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে যেভাবে কটুক্তি করে বসলেন শুভেন্দু অধিকারী, তাতে ভাষা সন্ত্রাস নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর থেকেই নানা মন্তব্য, পাল্টা মন্তব্যকে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি‌। আর এবার শুভেন্দু অধিকারীর এই ধরনের বিস্ফোরক মন্তব্য যে ঘাসফুল শিবিরের হাতে যে নতুন হাতিয়ার তুলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। অনেকে বলতে শুরু করেছেন, তৃণমূল হোক বা বিজেপি, নির্বাচনের মরসুমে সুস্থ রাজনৈতিক লড়াই সকলের কাছ থেকেই কাম্য। কিন্তু সেই লড়াই করতে গিয়ে যেভাবে একে অপরকে এখন থেকেই কটুক্তি শুরু করেছেন তা রাজনীতিতে শুভ লক্ষণ নয় বলেই মনে করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ঘাসফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু এবার শাসক দলের প্রার্থী ঘোষণার পরেই যেভাবে তৃণমূল প্রার্থীদের নিয়ে কটুক্তি করতে দেখা গেল তাকে, তাতে তার এই মন্তব্য যে এখন অনেকের কাছেই প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রীতিমত বেলাগাম মন্তব্য করে বসলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!