এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “তৃণমূলের পোলিং এজেন্টকে কেনার চেষ্টা করছে বিজেপি” বিস্ফোরক ফিরহাদ!

“তৃণমূলের পোলিং এজেন্টকে কেনার চেষ্টা করছে বিজেপি” বিস্ফোরক ফিরহাদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লড়াই ক্রমশ জমে উঠেছে। ষষ্ঠ দফা পেরিয়ে আজ বাংলায় সপ্তম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 34 টি আসনে এই নির্বাচন হচ্ছে। আর বেলা যত বাড়ছে, ততই বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে। কোথাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল, আবার কোথাও বা তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের।

আর এই পরিস্থিতিতে সপ্তম দফার নির্বাচনে বিস্ফোরক অভিযোগ করলেন কলকাতা বন্দরে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। যেখানে তৃণমূলের পোলিং এজেন্টকে বিজেপির পক্ষ থেকে কেনার চেষ্টা করা হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তাকে।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে বিস্ফোরক অভিযোগ করেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “বিভিন্ন জায়গায় মার্জিন কমানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের পোলিং এজেন্টকে কেনার চেষ্টা করছে বিজেপি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্য নিয়ে সপ্তম দফার নির্বাচনে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, তৃণমূল দলের অবস্থা এই পর্যায়ে পৌঁছালো কেন? কেন নিজের দলের পোলিং এজেন্টের উপর ভরসা নেই ফিরহাদ হাকিমের? আর সেই কারণে বিজেপি তাদের পোলিং এজেন্ট কিনে নিচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেল তাকে?

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এই গোটা ঘটনায় তৃণমূল প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপের মুখে পড়ে গেল। কেননা রাজ্যে এখনও শাসন ক্ষমতায় রয়েছে ঘাসফুল শিবির। এবারের নির্বাচনে তারা কার্যত আত্মবিশ্বাসী যে, ক্ষমতা দখল করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ক্রমাগত চাপ বাড়ানো হচ্ছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবারে তাদের জয়লাভ নিশ্চিত।

আর এই পরিস্থিতিতে হেভিওয়েট তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্য যথেষ্ট গুঞ্জন তৈরি করেছে। কেন হঠাৎ করে তৃণমূল এজেন্টকে বিজেপি কিনে নিচ্ছে বলে মন্তব্য করলেন তিনি? এখন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!