এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল সাংসদের বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা তোপ বিজেপি ও বামেদের ! চরম অস্বস্তিতে শাসকদল !

তৃণমূল সাংসদের বক্তব্যকে হাতিয়ার করে পাল্টা তোপ বিজেপি ও বামেদের ! চরম অস্বস্তিতে শাসকদল !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ছাত্রসংগঠনের একটি কলেজ ফেস্টে কলকাতার নজরুল মঞ্চে গান গাইতে এসে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দেশের খ্যাতনামা সংগীতশিল্পী কেকে ।হঠাৎই তার অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে জল্পনার দানা বাঁধতে শুরু করেছিল রাজ্য জুড়ে।  আর এর মধ্যেই কলেজ ফেস্টে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। এদিন এই প্রসঙ্গে এই তৃণমূল সাংসদ  বরানগরের এক অনুষ্ঠানে এসে এই বিষয়ে প্রশ্ন তুললেন , এদিন তিনি বলেন ‘এই রকম প্রচণ্ড খরচ করে বম্বে থেকে শিল্পী আনার কি খুব দরকার ছিল?  এত টাকা আসে কোত্থেকে ! ৩০,৫০ লক্ষ টাকা কে দিয়েছে! হাওয়া থেকে তো আসে না! এত টাকা দিয়ে এ সব করতে গেলে কারও না কারও কাছে সারেন্ডার করতে হয়। এলাকার মস্তান নয় তো প্রোমোটারের কাছে। প্রথমেই যদি সারেন্ডার করো, তা হলে বাকি জীবন লড়াই করবে কী করে?’

আর এবার তৃণমূল সাংসদের এই বক্তব্য যে ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ্য । যেহেতু এদিন বিজেপির তরফে এই বিষয়ে শাসকদল তৃণমূলকে একহাত নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘সৌগত রায় যে রাজনৈতিক দলের সাংসদ সেই দলই গ্রামেগঞ্জে সব জায়গায় এই ধরনের বিপুল অর্থ ব্যয় করে অনুষ্ঠান করছে। টাকাটা কোথা থেকে আসছে? আজকে কেকে-র অনুষ্ঠানের জন্য ২৫ লাখ টাকা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এটা তো পশ্চিমবঙ্গব্যাপী ঘটছে। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই একই দৃশ্য। কার উদ্দেশে প্রশ্ন করলেন সৌগত রায়? কেনই বা করলেন? এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। এই টাকা কোথা থেকে আসছেন সেটা উনি জানেন না?’

আবার অন্য দিকে  সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘কেকে-র মৃত্যুর পর এই প্রশ্নটাই করেছিলাম আমরা। কলেজে ভোট হয়নি বেশ কয়েক বছর। কলেজের ইউনিয়নের কোনও অস্তিত্ব থাকার কথা নয়। তাহলে ইউনিয়নের নামে টাকা দেওয়ার ব্যবস্থা এখনও বলাহ কেন? কলেজ কর্তৃপক্ষই বা এদের হাতে টাকা তুলে দেয় কী করে? এটা কি অনুপ্রেরণা? না কি এটা কলেজকে সামনে রেখে তোলাবাজি করা। আজকে সৌগতবাবু এই প্রশ্ন তোলাতে ভালো লাগছে।’ সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!