এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের সাথে বিজেপি হেভিওয়েটের সখ্যতার কথা কানে আসতেই বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, জল্পনা তুঙ্গে

তৃণমূলের সাথে বিজেপি হেভিওয়েটের সখ্যতার কথা কানে আসতেই বিশেষ পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজবংশীরা বরাবরই বিজেপির হাত ধরেছে। একুশের বিধানসভা নির্বাচনে যখন প্রবলভাবে তৃণমূলের দিকেই ভোটবাক্সের ঝোঁক দেখা গিয়েছে, সে সময়েও রাজবংশীদের ভোট অনেকটাই মুখ রক্ষা করেছে গেরুয়া শিবিরের। এবং এই রাজবংশীদের বিজেপির দিকে নিয়ে আসার পেছনে অনেকটাই বড় ভূমিকা অনন্ত মহারাজের। কিন্তু সাম্প্রতিককালে জল্পনা তুঙ্গে উঠেছিল অনন্ত মহারাজের তৃণমূলে যোগ নিয়ে। কার্যত সিতাইয়ের বিধায়ক জগদীশ বাসুনিয়াকে নিয়ে গত মাসে দিনহাটার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অনন্ত মহারাজ। আর তারপর থেকেই এই বিতর্ক শুরু হয়। বিধানসভা নির্বাচনের আগে নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্ণধার অনন্ত মহারাজ।

এমনকি অমিত শাহের সঙ্গেও তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর দেখা করেছিলেন আলাদাভাবে। কিন্তু বিধানসভা ভোটের পর রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল এবং তারপর থেকেই শুরু হয়েছে অনন্ত মহারাজের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা। কার্যত এই জল্পনাকে ধামাচাপা দিতে এবার অনন্ত মহারাজের জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কার্যত গত বিধানসভা নির্বাচনের একাধিক নির্বাচনী মিটিংয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। এমনকি বিধানসভা নির্বাচনের আগে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে অমিত শাহ পর্যন্ত তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু জানা গিয়েছে, গত মঙ্গলবার অনন্ত মহারাজের সঙ্গে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বৈঠক হয়েছে। আর এই কথা ছড়িয়ে পড়তেই গেরুয়া শিবিরের শুরু হয় ব্যাপক আলোড়ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত অনন্ত মহারাজকে ধরে রাখতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যে এই সিদ্ধান্ত তা বুঝতে বাকি থাকেনা। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকেও এবার কেন্দ্রের তরফ থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল। প্রসঙ্গত, এর পেছনে বিশেষজ্ঞরা শুভেন্দু অধিকারীর হাত দেখছেন। কার্যত একুশের বিধানসভা নির্বাচনে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এই শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েও তিনি যথেষ্ট সাড়া ফেলেছেন গেরুয়া শিবিরে।

একই সাথে দিল্লির সঙ্গেও তাঁর সখ্যতা গড়ে উঠেছে ভালোই। তাই এবার শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাঁর ভাইকেও কেন্দ্রীয় নিরাপত্তার আওতায় নিয়ে আসা হল। সব মিলিয়ে তৃণমূলের সাথে যাতে কোনোভাবেই সখ্যতা গড়ে না উঠতে পারে বিজেপির কোন নেতার, সেদিকে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির আর সেই সূত্রেই অনন্ত মহারাজের নিরাপত্তা বলয় বাড়ানো হলো বলে দাবি রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!