এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বামেরা? কট্টর মমতা বিরোধী বিমানের কথায় জল্পনা!

তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বামেরা? কট্টর মমতা বিরোধী বিমানের কথায় জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দীর্ঘ 34 বছর বাম শাসনের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে সিপিএমের অস্বস্তি সব সময় বাড়িয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে অনেকেই বলেন, সিপিএম বিরোধিতার মধ্যে দিয়েই জন্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট অনেকটাই আলাদা। যে সিপিএম 34 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছিল, সেই সিপিএম তথা বামফ্রন্ট 2021 সালের বিধানসভা নির্বাচনে একটি আসনও দখল করতে পারেনি। সেদিক থেকে তৃণমূলের বিরোধী দল হিসেবে রাজ্য বিধানসভায় জায়গা করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি।

আর এই পরিস্থিতিতে সিপিএমের বিরুদ্ধে একসময় লড়াই করে রাজ্যের ক্ষমতা দখল করা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও বামেদের প্রতি সুর নরম করতে দেখা যাচ্ছে। একুশে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে এবার সিপিএমের বিরুদ্ধে একটিও মন্তব্য করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার জেরে মনে করা হচ্ছে, এবার জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠন করতে হলে সেখানে সিপিএম তথা বামেদেরও চাইছেন তৃণমূল নেত্রী।

আর সেই কারণেই সেভাবে তাদের বিরুদ্ধে মন্তব্য করছেন না তিনি। পাশাপাশি রাজ্য রাজনীতিতে যেভাবে বামেরা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, তাতে বিজেপির বিরুদ্ধে যাতে বামেদের শক্তিকে কাজে লাগানো যায়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে বিধান পরিষদ আনার জন্য তোড়জোড় শুরু করা হয়েছে। আর এই পরিস্থিতিতে যদি বৃহত্তর ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় যদি কোনো জোট তৈরি হয়, তাহলে কি সিপিএম-তৃণমূল কাছাকাছি আসবে? এদিন এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে জল্পনা বাড়িয়ে দিলেন কট্টর তৃণমূল কংগ্রেসের বিরোধী বলে পরিচিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

সূত্রের খবর, রবিবার তমলুকের সিপিএম নেতা নির্মল জানার স্মরণ সভা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর সেখানেই জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট গঠনের কথা উঠে আসতেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, “আমি তো বলছি, বিজেপি ছাড়া যে কোনো দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা। এরপর কি আর অন্য কোনো কথা আছে? একাধিকবার নয়, সর্বভারতীয় ক্ষেত্রে এটা বহুবার ঘটেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন, বিমান বসুর সর্বভারতীয় ক্ষেত্রে এখন যে তৃণমূলের সঙ্গে জোট গঠন করতে কোনো আপত্তি নেই, তা এই মন্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল। কেননা ইতিমধ্যেই সিপিএমের দলীয় বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, অত্যাধিক পরিমাণে তৃণমূল বিরোধিতা করাই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই এবারের বিধানসভা নির্বাচনে তারা একটি আসনও দখল করতে পারেনি। যা তাদের কার্যত চাপের মুখে ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে বিজেপিকে চাপে ফেলতে এবং আগামী দিনে প্রাসঙ্গিকতা পেতে তৃণমূলের সঙ্গে হাত ধরতে যে তাদের কোনো আপত্তি নেই, তা কার্যত এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কথায় আছে, শত্রু শত্রু আমার বন্ধু। এখন সেই ফর্মুলাই প্রয়োগ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। একসময় বাম বিরোধিতার মধ্যে দিয়ে তৃণমূল রাজ্যে জায়গা করে নিলেও, এখন তাদের প্রধান শত্রু সিপিএম বা বামেরা নয়। এখন তাদের প্রধান শত্রু বিজেপি। তাই সেদিক থেকে সেই বিজেপিকে চাপে ফেলতে গেলে সমস্ত রকম বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে যে তৃণমূলের কোনো দ্বিধা নেই, তা ইতিমধ্যেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অতীতে তাদের সিপিএম বিরোধিতা প্রধান এজেন্ডা থাকলেও, এখন সেই বাম বিরোধিতা থেকে যে তৃণমূল কিছুটা হলেও সরে এসেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আর এই পরিস্থিতিতে সিপিএম নেতৃত্বের এই প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে, তা নিয়ে নানা মহলে কৌতুহল তৈরি হয়েছিল। তবে অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আগামী দিনে বিজেপির বিরোধিতায় যে কোনো শক্তির সঙ্গে জোট গঠন করতে যে তারা তৈরি, তা বুঝিয়ে দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সব মিলিয়ে যাবতীয় তিক্ততাকে দূরে রেখে এবার বিজেপির বিরোধিতা করতে আগামী দিনে কি সিপিএম এবং তৃণমূলকে এক মঞ্চে দেখা যাবে, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!